‘ভারতের নীতি জনগণের স্বার্থে”, চাপে পড়ে শত্রু দেশের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে সর্বাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিরোধী দলের পাশাপাশি নিজ দলের সংসদ সদস্যরাও তার বিরুদ্ধে সরব হয়েছেন। এদিকে, রবিবার খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ এলাকায় এক জনসভায় ভারতের প্রশংসা করেন ইমরান খান। ভুল নীতি নিয়ে বিরোধীদের ঘিরে পাক প্রধানমন্ত্রী ভারতের বিদেশনীতিকে জনগণের স্বার্থের নীতি বলে অভিহিত করেছেন।

সমাবেশে ইমরান খান বলেন, “সাথ ওয়ালা হামারা মুলক হ্যায় হিন্দুস্তান। আমি আজ ভারতের প্রশংসা করচি। তারা সবসময় একটি মুক্ত বিদেশ নীতি পালন করে এসে। আজ ভারত বড় শক্তি নিয়ে ঐক্যবদ্ধ। তাদের বন্ধু আছে।” ইমরান আরও বলেন,” “ভারত আমেরিকার মিত্র হলেও নিজেকে বলে যে আমি নিরপেক্ষ। নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় রাশিয়া থেকে তেল নিয়ে আসছে। কারণ ভারতের নীতি হচ্ছে জনগণের নীতি।”

   

উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা উত্তেজনার মধ্যে ভারত এখনও পর্যন্ত কারও পক্ষ নেয়নি। তবে ভারতের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করে কথাবার্তার মাধ্যমে বিবাদ নিষ্পত্তির দাবি উঠেছে। পশ্চিমা দেশগুলো একের পর এক ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করলেও ভারত তার পুরনো সম্পর্ক ও নিরপেক্ষতা দেখিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে।

চলতি মাসের ৮ তারিখে রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এ জন্য হোয়াইট হাউস থেকে একটি বিশেষ আদেশও জারি করা হয়েছে। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ভারত রাশিয়া থেকে সস্তা দামে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর