নরেন্দ্র মোদীর সঙ্গে টিভি ডিবেট করতে চান ইমরান খান, বললেন কোটি কোটি মানুষ উপকৃত হবে

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের ওয়াজির-ই-আজম ও ‘বয়ানবীর’ ইমরান খান নতুন বিবৃতি দিয়েছেন। ইমরান খান বলেছেন যে, তিনি দুই প্রতিবেশীর মধ্যে মতপার্থক্য নিরসনে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সাথে একটি টেলিভিশন বিতর্ক করতে চান।

মঙ্গলবার ইমরান খান বলেন, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে টিভিতে বিতর্কে বসতে চাই। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে মতপার্থক্য দূর করা গেলে উপমহাদেশের কোটি কোটি মানুষের উপকার হবে। ইমরান আরও বলছেন, ভারত শত্রু দেশ হয়ে উঠেছে, তাই তাদের সঙ্গে বাণিজ্য কম হয়েছে, আমাদের সরকারের নীতি হচ্ছে সব দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষমতায় আসার পরই কাশ্মীর বিবাদ সমাধানে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও, তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে, ভারত নাৎসিদের দ্বারা অনুপ্রাণিত বর্ণবাদী মতাদর্শ আপন করে কাশ্মীর দখল করে রেখেছে। পাশাপাশি তিনি কাশ্মীরিদের উপর অত্যাচার হচ্ছে বলেও অভিযোগ করেন।

পাক প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে বৃহত্তর সহযোগিতা সংঘাতের চেয়ে মানবজাতিকে অনেক বেশি উপকৃত করবে। তিনি আরও বলেছেন যে, পাকিস্তান যখন একটি গ্যাসের ঘাটতিপূর্ণ দেশ ছিল, তখন রাশিয়ান কোম্পানির সাথে পাকিস্তানের গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে আলোচনা মার্কিন নিষেধাজ্ঞার কারণে হয়। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে পাকিস্তান প্রতিবেশী দেশ থেকে “সবচেয়ে সস্তা গ্যাস” পাওয়ার সুবিধা অর্জন করবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর