ভূতের মুখে রাম নাম! ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চায় পাকিস্তান! দাবি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের

বাংলাহান্ট ডেস্ক : এ যেন “ভূতের মুখে রাম নাম!” পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সাথে পাকিস্তানের স্থায়ী শান্তি চান। পাক সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই খবর উঠে আসছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় শরীফ এ মন্তব্য করেন।শুক্রবার সন্ধ্যায় আলাপচারিতার সময় তিনি বলেন “পাকিস্তান ভারত – পাক বিতর্কিত অঞ্চলে শান্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে”। শরীফ বলেছেন, “আমরা আলোচনার মাধ্যমে ভারতের সাথে স্থায়ী শান্তি চাই কারণ যুদ্ধ কোনো দেশের জন্যই বিকল্প নয়।” শরীফ আরও জানিয়েছেন,”ইসলামাবাদ ও নয়াদিল্লির বাণিজ্য ও অর্থনীতিতে প্রতিযোগিতা করা উচিত।”

   

india pakistan 2

প্রধানমন্ত্রী পাকিস্তানের সমসাময়িক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের অর্থনৈতিক সংকট কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি কাঠামোগত সমস্যার ফল।” তিনি আরও বলেন, “পাকিস্তানের জন্মের পর থেকে প্রথম কয়েক দশক অর্থনীতির সব ক্ষেত্রেই চিত্তাকর্ষক প্রবৃদ্ধির সাক্ষী ছিল যখন পরিকল্পনা, এবং রাজনৈতিক ফলাফলের বাস্তবায়নের ব্যবস্থা ছিল। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও পরিকাঠামোর অবক্ষয় পাকিস্তানের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে।” ফলে, কাশ্মীর বিষয়ের সমাধান হতে পারে একমাত্র আলোচনার মাধ্যমেই। যুদ্ধের মাধ্যমে নয় বলেই মনে করছেন পাক প্রধানমন্ত্রী।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর