বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান (Pakistan) পরিস্থিতি এখনও যথেষ্ট জটিল হয়ে রয়েছে। লাগাতার তিন দিন ধরে সংঘাতের পর শনিবার পাকিস্তানের তরফে প্রথমে আর্জি জানানো হয় সংঘর্ষ বিরতির জন্য। সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, পাকিস্তানের (Pakistan) DGMO ফোন করে ভারতের DGMO কে সংঘর্ষ বিরতির জন্য আর্জি জানিয়েছেন। ভারত তাতে রাজি হয়। অথচ তারপর তিন ঘন্টা কাটতে না কাটতেই সংঘর্ষ বিলতি সমঝোতা লঙ্ঘন করে সীমান্তবর্তী একাধিক এলাকায় হামলা চালায় পাকিস্তান। পালটা কড়া জবাব দেয় ভারতও। এর মাঝেই শনিবার রাতে দেশের প্রতি বার্তা দিয়ে সেনার বীরত্বের জন্য বুক ঠুকলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সংঘর্ষ বিরতি সমঝোতা লঙ্ঘনের পরেও সেনার প্রশংসা পাক (Pakistan) প্রধানমন্ত্রীর
ANI এবং India TV সূত্রে খবর, এদিন শরিফ বলেন, “আমরা সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিলাম। জলবন্টন, জম্মু এবং কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনার প্রতি আশা রাখছি”। সেই সঙ্গে সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, চিন, ব্রিটেন, তুরস্কের মতো আন্তর্জাতিক সঙ্গীদের প্রতিও।
শনিবার সন্ধ্যায় ফের হামলা করে পাকিস্তান: পাক (Pakistan) প্রধানমন্ত্রীর এই বার্তা এমন সময় আসে যখন পাকিস্তান নিজেই সংঘর্ষ বিরতি সমঝোতা লঙ্ঘন করেছে। সূত্রের খবর অনুযায়ী, সন্ধ্যা হতেই আন্তর্জাতিক সীমান্তে চলে গুলিবর্ষণ। আর এস পুরায় নেতৃত্ব দেওয়ার সময় পাকিস্তানের গুলিতে নিহত হন বিএসএফ সাব ইন্সপেক্টর মোঃ ইমতিয়াজ।
আরো পড়ুন : সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই লাগাতার হামলা, জম্মু-শ্রীনগরের পর ড্রোন গুজরাটেও! ব্ল্যাক আউট একাধিক এলাকায়
একাধিক জায়গায় হয় ব্ল্যাক আউট: গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এক্স হ্যান্ডেলে বলেন, ‘গুজরাটের কচ্ছ জেলায় একাধিক ড্রোন দেখা গিয়েছে। সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হবে এখন। সাবধানে থাকুন। আতঙ্কিত হবেন না’। অমৃতসর, জম্মু, শ্রীনগর সহ একাধিক জায়গায় সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়।
আরো পড়ুন : সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ, RS পুরায় নিহত BSF সাব ইন্সপেক্টর
পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার পর রাতে সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই সমঝোতা লঙ্ঘনকে ভারত কড়া দৃষ্টি দেখবে। সেই সঙ্গে পরিস্থিতির গুরুত্ব বিচার করে পাকিস্তানকে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন বিক্রম মিস্রি।