মাসুদ, ইফতিকারের ব্যাটে ভর করে হার্দিক, অর্শদীপদের সামলে দেড়শোর গন্ডি পেরিয়ে গেল পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দাঁড়িপাল্লার মত দুলতে থাকা ম্যাচে ভারতীয় বোলারদের সামলে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং রান তুললো পাকিস্তান। ম্যাচের প্রথম থেকেই দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যেতে থাকে। মেঘলা আবহাওয়া এবং বিশ্বের বাউন্সকে কাজে লাগিয়ে পাকিস্তানের দুই তারকা ওপেনার বাবর এবং রিজওয়ানকে দ্রুত ফিরিয়ে ভারতকে ম্যাচে বেশ কিছুটা সুবিধা করে দিয়েছিলেন অর্শদীপ।

কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নামা শান মাসুদের বুদ্ধিদীপ্ত ইনিংস এবং চার নম্বরে নামা ইফতিকারের স্পিনারদের বিরুদ্ধে করা আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তুললো পাকিস্তান। শেষ অবধি ক্রিজে থেকে ৪২ বলে ৫২ করে দলকে ভালো জায়গায় নিয়ে আসেন মাসুদ। ৩৪ বলে আগ্রাসী ৫১ রানের ইনিংস খেলে দলকে প্রাথমিক বিপর্যয় কাটাতে সাহায্য করেছিলেন ইফতিকার।

   

হার্দিক ও অর্শদীপ দুজনেই আজ ৩ উইকেট করে নেন। তবে ভারতীয় বোলিং এর আসল হিরো আজকে শামি এবং ভুবনেশ্বর কুমার। দুজনে যথাক্রমে নিজেদের ৪ ওভারে ২৫ এবং ২৪ রান করে দিয়েছেন। যে সময় মনে হচ্ছিল ইফতিকার আহমেদ একার হাতে পাকিস্তানকে বিশাল বড় স্কোরে পৌঁছে দেবেন, ঠিক সেই সময়ে রোহিত শর্মার বুদ্ধিদীপ্ত বোলিং চেঞ্জের ফলস্বরূপ আগ্রাসী পাক ব্যাটারকে ফিরিয়ে দেন মহম্মদ শামি। অপরদিকে নিজের প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করার পাশাপাশি শেষ ওভারে বিপদজনক শাহীন শাহ আফ্রিদিকে (৮ বলে ১৬) ফিরিয়ে পাকিস্তানকে ১৬০ রানের মধ্যে আটকে রাখেন ভুবি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর