কাশ্মীর নিয়ে মিথ্যে খবর ছড়িয়ে শাস্তির মুখে পাক প্রেসিডেন্ড আরিফ আলভি

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান লাগাতার জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরোধিতা করে আসছে। কিন্তু, তাঁদের কথা শোনার জন্য কেউই ইচ্ছুক না! এমনকি রাষ্ট্রসংঘও পাকিস্তানের আবেদন না শোনার কথা জানিয়ে দিয়েছে। এত কিছু হওয়ার পরেও পাকিস্তানের রাজনেতারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাগাতার ভারতের বিরুদ্ধে বিষ উগড়েই চলেছে। এবার ট্যুইটার পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি (Arif Alvi) এর বয়ান নিয়ে কড়া পদক্ষেপ নিলো। জম্মু কাশ্মীর নিয়ে বরাবর মিথ্যে খবর ছড়ানোর জন্য ওনাকে নোটিশ পাঠালো ট্যুইটার। এরকম চলতে থাকলে ওনার ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হতে পারে।

এই নোটিশ নিয়ে পাকিস্তানের হিউম্যান রাইটস মিনিস্টার শিরিন মাজারি একটি ট্যুইট করেছেন। উনি ট্যুইটার কোম্পানির উপর পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। এর সাথে সাথে তিনি ট্যুইটারের তরফ থেকে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভিকে পাঠানো নোটিশের স্ক্রিনশট জারি করেছেন।

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি ২৪ আগস্ট ১ঃ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন। ওই ভিডিওতে তিনি লিখেছিলেন, কাশ্মীরের পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে। আর সেই ট্যুইটকে সর্বাধিক রি-ট্যুইট করার আবেদন জানিয়েছিলেন তিনি। ওনার এই ট্যুইটকে এখনো পর্যন্ত ৯৩০০ বার রি ট্যুইট করা হয়েছে। এবং ১৬ হাজার ৯০০ টি লাইকও পেয়েছে ওই ভিডিওটি। এমনকি ১৬০০ কমেন্টও করা হয়েছে ওই ভিডিওতে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর