বৃষ্টির মধ্যে মহিলার হাত থেকে ছাতা কেড়ে চম্পট দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : সময়টা একেবারেই ভাল যাচ্ছে পাকিস্তানের (Pakistan)। বাড়তে থাকা মুদ্রাস্ফীতির ধাক্কায় বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে মুখ ফিরিয়ে নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (International Moneytary Fund)। এই পরিস্থিতিতে প্যারিসে ‘নিউ গ্লোবাল ফিনান্সিয়াল প্যাক্ট’-এ যোগ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শরিফ (Shehbaz Sharif)। সেখানে আইএমএফের কাছে কার্যত ‘ভিক্ষা’ চাইতেই তাঁর প্যারিস সফর। আর সেখানে গিয়েই তিনি এমন এক কাণ্ড করলেন যা দেখে অবাক নেটিজেনরা।

তখন অঝোরে বৃষ্টি পড়ছে। মাথায় যিনি ছাতা ধরেছিলেন, তাঁর হাত থেকে ছাতাটি নিয়ে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ! তারপরই হনহনিয়ে হাঁটা দিলেন। বৃ্ষ্টিতে ভিজে গেলেন ওই তরুণী। ভিডিয়ো ভাইরাল।

ঘটনাটি ঠিক কী? নিউ গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্ট সামিট অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে। সেই সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের তিনশোরও বেশি প্রতিনিধি। বাদ যায়নি পাকিস্তানও। ২ দিনের সফরে ফ্রান্সে গিয়েছেন খোদ পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কী করেছেন শাহবাজ শরিফ (Shehbaz Sharif)? যেখানে মার্কিন কংগ্রেসে ১৫ বার স্ট্যান্ডিং ওভেশন পেলেন মোদি, সেখানে প্যারিস রেড কার্পেটে শরিফের কাণ্ডে মাথা হেঁট হল পাকিস্তানের (Pakistan)। বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমেছিলেন তিনি।

এরপরই তাঁকে স্বাগত জানাতে রেড কার্পেটে আসেন এক তরুণী। সঙ্গে ছিল ছাতা। কিন্তু ছাতাটি কেড়ে নিয়ে হাঁটতে শুরু করেন শরিফ। তরুণীকে দেখা যায় ভিজে ভিজে হাঁটতে। ভিডিও দেখে শরিফের আচরণের তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা।

এদিকে ভিডিয়োটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে পাক-প্রধানমন্ত্রী এমন আচরণে নিন্দায় সরব নেটিজেনদের একাংশ। বৃষ্টির মধ্যে কেন মহিলাকে একা ফেলে রেখে গেলেন শরিফ? প্রশ্ন উঠেছে।

Sudipto

সম্পর্কিত খবর