বন্ধ হয়ে যেতে পারে পাকিস্তান রেল! ঋণ দিতে অস্বীকার করল চীন

পুরো বিশ্বের গরিব দেশগুলিকে চীন নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। গরিব দেশগুলিকে ঋণ দিয়ে তাদেরকে চীন ইচ্ছামতো চুক্তিতে সাক্ষর করতে বাধ্য করে। আর তারপর যা হয় তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ এমন বেশকিছু ছোটো দেশকে সম্প্রতি ভারত সরকার চীনের ষড়যন্ত্র থেকে রক্ষা করছে। এখন পরিস্থিতি এমন যে চীন নিজের বন্ধু পাকিস্তানকেও ছাড়তে রাজি নয়।

জানিয়ে দি, ঋণের জালে ডুবে ডুবে পাকিস্তান সেই স্থানে পৌঁছে গেছে যেখানে কোনো দেশ ইমরান সরকারকে কোনো রকম প্যাকেজ দিতে রাজি নয়। এমনকি চীনও পাকিস্তানের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে। যার দরুন এবার পাকিস্তানের রেলওয়ে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।

Pakistani citizens stood at around Rs 2 lakh debt in Imran Khan's time

প্রাপ্ত খবর অনুযায়ী, ট্রেন চালানোর জন্য যে অর্থের প্রয়োজন তা এখন পাকিস্তানের কাছে নেই। অন্যদিকে চীন পাকিস্তান রেলওয়ের জন্য যে প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন আটকে গেছে। পাকিস্তানের রেলমন্ত্রী আজম খান স্বাতী বলছেন, পাকিস্তানের রেলওয়ে এখন পুরোপুরি ক্ষতির উপর রান করছে। পাক মন্ত্রী বলেন আমাদের রেলওয়ের ১.২ ট্রিলিয়ন ক্ষতি হয়েছে আর এই ক্ষতির ৯০% বিগত দুই দশকে হয়েছে।

পাকিস্তানের রেল মন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে রেলের এই ক্ষতির জন্য আগের সরকারগুলিকে দায়ী করেন। ইমরান সরকার রেলের এই ক্ষতির উপর লাগাম লাগাতে পারবে না তা পাক রেলমন্ত্রীর কথাতেই স্পষ্ট বোঝা গেছে। ইমরান খানের সরকার রেলওয়েকে বাঁচাতে চীনের সাথে ৪৭ হাজার কোটি টাকার চুক্তি করেছিল। চীনের কোম্পানিগুলি এই চুক্তি থেকে সরে এসেছে। ফলাফল এই যে, ইমরান সরকারের কাছে এখন রেল চালানোর জন্য টাকা নেই।


সম্পর্কিত খবর