বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রবণতা থেকে এটা স্পষ্ট যে এবারও ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। ফের পাঁচ বছরের জন্য ইউপির ক্ষমতা দখল করতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফল নিয়ে শুধু দেশেই আলোড়ন নেই, পাকিস্তানের জনগণের চোখও এই নির্বাচনের দিকে রয়েছে।
গণনায় ইউপিতে যোগী আদিত্যনাথ ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেখা যাচ্ছে। আর এই নিয়ে পাকিস্তান থেকেও প্রচুর প্রতিক্রিয়া আসছে। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক মোশারিফ জাইদি যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে ফিরে আসার বিষয়ে বলেছেন যে, যোগীর জয় নিশ্চিত করে যে ভারতের অবস্থান এখনই পরিবর্তন হচ্ছে না। এটা আর খারাপ হতে চলেছে।
তিনি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে করা একটি টুইটে লিখেছেন, ‘ইউপিতে যোগী আদিত্যনাথের জয় আরেকটি নিশ্চিতকরণ যে ভারত তার গতিপথ (হিন্দুত্বের রাজনীতি থেকে) আর পরিবর্তন করছে না। আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে। অনেকে এ বিষয়ে আগে থেকেই সতর্কও করে আসছিলেন। পাকিস্তানকে ২০১৯-র আগের ভারতের চেয়ে আরও সাহসী ভারতের সাথে মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।”
Yogi Adityanath's victory in UP is another confirmation of what many have been warning about: India's trajectory is not going to change. It is only going to get worse.
Pakistan must be prepared to deal with an even more audacious and combative India than the post 2019 India.
— Mosharraf Zaidi (@mosharrafzaidi) March 10, 2022
ওয়াকাস আহমেদ নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘আরেকটি সমস্যা আছে। উগ্রবাদ বাড়লে তা দক্ষিণ এশিয়ার বাকি অংশে ছড়িয়ে পড়বে। আমরা সম্প্রতি দেখেছি কী হচ্ছে বাংলাদেশে হিন্দুদের সঙ্গে। এটি সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সংখ্যালঘুদের খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।”
https://twitter.com/MrWaqasah/status/1501805725445672961?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1501805725445672961%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aajtak.in%2Fworld%2Fstory%2Fup-assembly-election-results-2022-pakistanis-are-also-reacting-on-expected-victory-of-yogi-adityanath-tlifw-1426177-2022-03-10
হাম নামে পাকিস্তানের একটি টুইটার অ্যাকাউন্ট লিখেছেন, ‘ফ্যাসিবাদের জীবন বেশিদিন থাকে না।’ চাভাইজ খান নামের একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে কায়েদে আজম (মোহাম্মদ আলী জিন্নাহ) একজন দূরদর্শী নেতা ছিলেন। তিনি এই সব দেখতে পারতেন। আল্লাহর কাছে ধন্যবাদ যে আমাদের পাকিস্তান আছে এবং আমাদের এমন লোকের শাসনে থাকতে হয় না।”
It is very clear now tht quaid i azam was a visionary leader…. He could se all this….thanks to Allah we have pakistan n dont need to deal with such bigots
— Shavaiz Khan (@shavaizkhn) March 10, 2022