মাসুদ আজাহার কে গোপনে ছেড়ে নিজের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েছে পাকিস্তান!

 

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় গোয়েন্দা সূত্র মোতাবেক মাসুদ আজহারকে পাকিস্তানের তরফে গোপনে ছেড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ইনটেলিজেন্স ব্যুরো (আইবি)-র কাছ থেকে এমনই তথ্য পেয়েছে ভারতীয় সেনা। তাকে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই কাশ্মীরকে অশান্ত করে তুলতে।

IMG 20190910 134447

খুব তাড়াতাড়ি ভারতের উপর হামলার ছক রয়েছে তার। তবে আইবি-র থেকে এই তথ্য পেয়ে ভারতীয় সেনাবাহিনীও ভীষণ সতর্ক। নৌসেনার অ্যাডমিরাল করমবীর সিংহ জানিয়েছেন সমুদ্রের দিক থেকে যাতে কোনও হামলা না ঘটে তার জন্য কড়া প্রহরায় রয়েছে নৌসেনা। অন্য সেনারও তৈরি যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে।

সম্পর্কিত খবর