বাংলাহান্ট ডেস্ক: বুধবার মুক্তি দেওয়া হলো মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে। সোমবার কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করে কাশ্মীরকে ভারতের শাসনাধীন নিয়ে আসার পরেই পাকিস্তান এই সিদ্ধান্ত নেয়।
হাফিজ সঈদকে পাকিস্তানের কোট লাখপথ জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন ৩৭০ ধারা খারিজের পর পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি ঘটতে পারে।
হাফিজ সঈদের বিরুদ্ধে ২০০৮ মুম্বাই বিস্ফোরণের অভিযোগ ছিল। সন্ত্রাসবাদ দমন করার জন্য হাফিজ সঈদকে গ্রেফতার করা হলেও পাকিস্তান শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।