নজরদারির তালিকা থেকে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড সমেত ১৮০০ জঙ্গির নাম হটিয়ে দিলো ইমরান সরকার!

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্ব এখন করোনার বিরুদ্ধে যুদ্ধ লড়তে ব্যস্ত। আরেকদিকে পাকিস্তান (Pakistan) নিজেদের কুকীর্তি থামানোর নামই নিচ্ছে না। ইমরান খানের (Imran Khan) নেতৃত্বাধীন সরকার ১৮০০ জঙ্গিকে নজরদারির তালিকা থেকে হটিয়ে দিয়েছে। ওই ১৮০০ জঙ্গির তালিকায় মুম্বাই হামলার মাস্টার মাইন্ড লস্কর-ই-তৈবার কম্যান্ডার জাকিউর রহমানের নাম আছে।

Imran Khan Paula Bronstein Getty 1280x720 1

পাকিস্তান এই পদক্ষেপ সেই সময় নিলো, যখন বিশ্ব আর্থিক সংস্থা IMF পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা দিয়েছে। ইমরান সরকারের নজরদারি সূচি থেকে জঙ্গিদের নাম হটিয়ে দেওয়ার খবর আমেরিকার নিউ ইউর্কের প্রযুক্তি সংস্থা কস্টেলম ডট এল দিয়েছে।

এই অভিযুক্ত ব্যাক্তিদের তালিকা যেটা পাকিস্তানের জাতীয় সন্ত্রাসবাদ দমন শাখা বানিয়েছে সেটার উদ্দেশ্য হল, আর্থিক সংস্থা গুলোকে এই অভিযুক্ত ব্যাক্তি এবং জঙ্গিদের সাথে ব্যবসা করা থেকে বাঁচানো ওই তালিকায় ৭ হাজার ৬০০ জনের নাম আছে।

ওই কোম্পানি অনুযায়ী, ১৮ মাসে ওই তালিকায় জঙ্গিদের নাম কমিয়ে ৩৮০০ করা হয়েছে। কস্টেলম এত তথ্য অনুযায়ী, মার্চের শুরুতেই প্রায় ১৮০০ জঙ্গির নাম ওই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। পাকিস্তান একটি কার্যপ্রণালী লাগু করতে চাইছে, যেটার দায়িত্ব তাদের FATF দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর