টাকার অভাবে আমেরিকাকে নিজেদের বিখ্যাত হোটেল লিজে দিল কাঙাল পাকিস্তান! কতটা মিলবে সুবিধা?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে পাকিস্তান (Pakistan) রীতিমতো জোড়া সঙ্কটের মধ্যে রয়েছে। একদিকে যখন সেদেশের রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে রয়েছে ঠিক অপরদিকেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ক্রমশ ভেঙে পড়ছে। মূলত, বিগত কয়েকমাস ধরেই পাকিস্তান চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে।

শুধু তাই নয়, বর্তমানে সামগ্রিক পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে, পাকিস্তানকে এখন ঋণ পরিশোধ করার জন্য একটি একটি করে টাকা বাঁচাতে হচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, পাকিস্তান নিউইয়র্কে তার বিখ্যাত রুজভেল্ট হোটেলটিকে তিন বছরের জন্য ভাড়ায় দিয়েছে।

আর্থিক সঙ্কটের মুখে থাকা পাকিস্তান এই চুক্তি থেকে ২২০ মিলিয়ন ডলার পাবে। পাকিস্তানের বিমান পরিবহণ মন্ত্রী খাজা সাদ রফিক জানিয়েছেন, হোটেলটি নিউইয়র্ক প্রশাসনকে তিন বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, প্রায় ১০০ বছরের পুরোনো এই হোটেলটি পাকিস্তানের সরকারি বিমান সংস্থা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মালিকানাধীন।

এদিকে, ২০২০ সালে করোনার মতো ভয়াবহ মহামারী শুরু হওয়ার পর থেকে পাকিস্তান এই হোটেলটি বন্ধ করে দিয়েছিল। কারণ সেটি ক্রমাগত লোকসানের মধ্যে ছিল। তবে, এখন নিউইয়র্ক সিটি প্রশাসন এই হোটেলটিকে তার কাজের জন্য ব্যবহার করবে।

উল্লেখ্য যে, পাকিস্তান এমন একটা সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে যখন শেহবাজ শরিফ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছে। পাকিস্তানের সামনে আরেকটি সঙ্কট হল ওই দেশের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার খুবই কম। যার ফলে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমদানি বন্ধ হয়ে যেতে পারে।

roosevelt 1685981587030 1888c556673 large 1

এমন পরিস্থিতিতে হোটেল ভাড়া দিয়ে কিছু নগদ টাকা পাবে পাকিস্তান। মূলত, এই সঙ্কটের সময়ে হোটেলটি লোকসানের জন্য বন্ধ হওয়ার কারণে পাকিস্তান সরকারকে বছরে কর এবং বেতন বাবদ প্রায় ২৫ মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছিল। এর আগে পাকিস্তান ওই হোটেলটিকে বিভিন্ন কাজে ব্যবহার করে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত সেটি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর