সমস্ত মুসলিম দেশ গুলোকে এক হয়ে CAA আর NRC বিরোধী মঞ্চ গড়ার আবেদন পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্কঃ সৌদি আরব কাশ্মীরের পরিস্থিতি নিয়ে চর্চা করার জন্য ইসলামিক সহযোগী সংগঠন (OIC) এর সদস্য রাষ্ট্রের বিদেশ মন্ত্রী দের বৈঠক করার পরিকল্পনা নিচ্ছে। পাকিস্তানি মিডিয়ায় এই খবর বাড়িয়ে চরিয়ে দেখানো হচ্ছে। ‘ডন” সংবাদ মাধ্যম অনুযায়ী, সৌদি আরবের বিদেশ মন্ত্রী শাহজাদা ফৈসল বিন ফারহান পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাথে বৃহস্পতিবার দেখা করেন। পাকিস্তানের তরফ থেকে CAA আর NRC’র বিরুদ্ধে সব মুসলিম দেশ গুলোকে এক করার আর্জি জানানো হয় সৌদি আরবের কাছে।

পাকি বিদেশ কার্যালয় একটি বয়ানে জানায়, ‘দুই দেশের বিদেশ মন্ত্রী কাশ্মীর ইস্যুতে OIC এর ভূমিকা নিয়ে চর্চা করে।” কুরেশি প্রিন্স ফৈসলকে ভারত দ্বারা গত পাঁচই আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পরই এই ইস্যু নিয়ে জানায়।

পাক বিদেশ কার্যালয় জানায় যে, তাঁরা নাগরিকতা সংশোধন আইন (CAA) আর নাগরিকপঞ্জি (NRC) নিয়ে ভারত সরকারের পদক্ষেপ আর ভারতে লাগাতার মুসলিমদের উপর অত্যাচার করার ইস্যু OIC তে তুলা ধরা হয়েছে। বিশেষ করে এই সংগঠন পাকিস্তানের সমর্থক, আর অনেক ইস্যুতেই তাঁরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক পাকিস্তানের সমর্থনও করেছে। OIC একটি সংক্ষিপ্ত বয়ান জারি করে গত সপ্তাহে জানিয়েছিল যে, তাঁরা ভারতে মুসলিমদের উপর হওয়া অত্যাচার নিয়ে নজর রাখছে।

শাহজাদা ফৈসল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (ISI) এর প্রধান লেফটিনেন্ট জেনারেল ফৈজ হামিদ আর অন্যান্য বরিষ্ঠ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর