মহাকাশযান বানাতে গিয়ে ‘জলের ট্যাঙ্ক’ তৈরি করল পাকিস্তান! পড়শি দেশের কার্যকলাপে উঠল হাসির রোল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ১৯৭৫ সালে ভারত মহাকাশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে। ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট উৎক্ষেপণের ৫০ বছর পর পাকিস্তান (Pakistan) তাদের স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করল ২০২৫ সাল। ব্যবধান ৫০ বছরের। পাকিস্তান প্রথম দেশীয় ইলেক্ট্রো-অপটিক্যাল (EO-1) স্যাটেলাইট উৎক্ষেপণ করে গত শুক্রবার।

হাসির খোরাক পাকিস্তান (Pakistan)

৩ দিন আগে চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পাকিস্তান লঞ্চ করে এই স্যাটেলাইট। পাকিস্তানের প্রধানমন্ত্রী (Shahbaz Sharif) এক্স হ্যান্ডেলে শুক্রবার এই স্যাটেলাইট উৎক্ষেপণকে সমগ্র জাতির একটি গৌরবময় অধ্যায় বলে উল্লেখ করেন। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী প্রশংসা করেন পাকিস্তানের মহাকাশ সংস্থা SUPARCO এবং দেশের মহাকাশ বিজ্ঞানীদের।

Pakistan satellite is like water tank

প্রসঙ্গত, পাকিস্তানের (Pakistan) মহাকাশ সংস্থা SUPARCO ১৯৬১ সালে করাচিতে একটি কমিটি হিসাবে গঠিত হয়। এই সংস্থা ১৯৮১ সালে একটি স্বাধীন কমিশন হিসাবে আত্মপ্রকাশ করে। শেষ অর্থবর্ষে পাকিস্তান সরকার 7.3951 বিলিয়ন পাক রুপি বাজেট বরাদ্দ করে পাকিস্তানের মহাকাশ সংস্থার জন্য।

আরোও পড়ুন : ভক্তদের জন্য বিরাট পদক্ষেপ! পুরীর মন্দিরে এবার নতুন নিয়ম, জানলে হবেন খুশি

EO স্যাটেলাইট অন্যান্য ব্যবহারিক সুবিধার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, কৃষিজ উন্নয়ন ও নগর পরিকল্পনায় বিশেষ ভূমিকা নিতে চলেছে। যদিও পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণকে নিয়ে বেশ হাসিঠাট্টা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে ট্রোল করে পাকিস্তানের এই স্যাটেলাইটকে (Satellite) তুলনা করেছেন জলের ট্যাঙ্কের সাথে।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন যে, “অবে কিসকি পানি কি ট্যাঙ্কি চুরা লিও হো বে,” অন্য এক ব্যবহারকারী আবার জিজ্ঞাসা করেন, “sintex ka design চুরি করে চায়না কে বেচতা হ্যায়?”। আবার অনেকে জলের ট্যাঙ্কের ছবির সাথে পাকিস্তানের স্যাটেলাইটের ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন SUPARCO-কে।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X