পাকিস্তান আমাদের মান সম্মান ডুবিয়ে দিয়েছে! তালিবানি কম্যান্ডারের অডিও লিকড

বাংলা হান্ট ডেস্কঃ  আফগানিস্তানে তালিবান দ্বারা সরকার গঠনের মধ্যেই একটি অডিও ভাইরাল (Viral Audio) হচ্ছে। ভাইরাল হওয়া ওই অডিওতে এটুকু বোঝা যাচ্ছে যে, ক্যাবিনেটে পদ নিয়ে তালিবান (Taliban) আর পাকিস্তানের (Pakistan) মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। পাশাপাশি ক্যাবিনেটে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র হস্তক্ষেপেরও সঙ্কেত মিলেছে। ১০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ওই অডিও ভাইরাল হয়। সেখানে এক তালিবানি কম্যান্ডারকে অন্য এক কম্যান্ডারের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। তাঁরা একে অপরকে জানাচ্ছে যে, পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে তালিবানের ছবি খারাপ করছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তালিবান আর পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হল ক্যাবিনেট গঠন। যেখানে ISI প্রধান ফৈজ হামিদ হাক্কানি নেটওয়ার্ক আর কোয়েটা শূরার নামের প্রস্তাব দিয়েছিল। তালিবান কম্যান্ডারকে এও বলতে শোনা গিয়েছে যে, পাঞ্জাবি জেনারেল হামিদ তাঁদের জন্য বড় সমস্যা তৈরি করেছে। ভাইরাল অডিওতে তালিবানি উপ প্রতিরক্ষা মন্ত্রী মুল্লা ফজলের কণ্ঠস্বর রয়েছে বলে দাবি করা হচ্ছে। মুল্লা ফজলকে বলতে শোনা যাচ্ছে যে, পাকিস্তান সমাবেশি সরকার গঠন রোখার চেষ্টা করছে।

   

তালিবান এর আগেই বলেছিল যে তাঁরা সমাবেশি সরকার গঠন করবে যেখানে তাজিক, উজবেক সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদেরও জায়গা দেওয়া হবে। পাশাপাশি তালিবান আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য আফগানিস্তানের পুরনো নেতাদেরও সরকারে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের পর তালিবানের এই প্রতিশ্রুতি মিথ্যে প্রমাণিত হয়।

রিপোর্ট অনুযায়ী, আইএসআই প্রধান ফৈজ হামিদ কাবুলে তালিবান সরকারের গঠনের জন্যই গিয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হামিদ তালিবানের উপর হাক্কানি নেটওয়ার্ক আর কোয়েটা শূরার সদস্যদের ক্যাবিনেটে জায়গা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে। ভাইরাল অডিওতে তালিবানি কম্যান্ডার আর আইএসআই প্রধানের দেহরক্ষীদের মধ্যে রাষ্ট্রপতি ভবনে গোলাগুলির ঘটনাও তুলে ধরা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর