বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আটটি অ্যাকাউন্ট সরানোর জন্য চিঠি দিল মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার কে। জানা গেছে, এই অ্যাকাউন্টগুলি জম্মু ও কাশ্মীরের বাইরের লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে, যা পাকিস্তানের নির্দেশে উপত্যকায় অশান্তি ছড়ানোর ব্যাপারে মদত দিতে চালানো হচ্ছে।
গোয়েন্দা সূত্রে কেন্দ্রের কাছে এই খবর আসে। তারপরেই এই পাক নিয়ন্ত্রিত টুইটার অ্যাকাউন্ট গুলি যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে উদ্যোগী হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জম্মু ও কাশ্মীর কে ঘিরে রাখা হয়েছে এখন কড়া নিরাপত্তার আড়ালে। নিশ্চুপ পরিস্থিতি রয়েছে সম্পূর্ণ উপত্যকা জুড়ে।
স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা ট্যুইটারকে চিঠি লিখে জানিয়েছেন, এক প্রবীণ আধিকারিকের মতে, “কাশ্মীর উপত্যকায় শান্তি বিঘ্নিত করতেই ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে, শুধু তাই নয় গুজব এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে”। তিনি আরও বলেন, “এই হ্যান্ডল গুলোর মাধ্যমে ভুয়ো সংবাদ প্রচার করা হচ্ছিল এবং তারা নিজেদের ট্যুইটে যে ভাষাটি ব্যবহার করছে তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আর নাহলে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত”
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং অন্যান্য সুরক্ষা সংস্থাগুলি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এই সমস্ত গুজবে কান না দেওয়ার ব্যাপারে সতর্ক করেছে উপত্যকাবাসীকে।