বাংলা হান্ট ডেস্ক: দিন কয়েক আগে হজযাত্রায় ভিখারি এবং ছিঁচকে পকেটমারদের পাঠানো নিয়ে পাকিস্তানকে (Pakistan) সতর্ক করেছিল সৌদি আরব (Saudi Arabia)। এবার খোদ পাকিস্তানের মুখেই ‘ভিখারি’ প্রসঙ্গে উঠল।
পাকিস্তানের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, প্রবাসী পাকিস্তানি সংক্রান্ত সেনেটার স্ট্যান্ডিং কমিটি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিদেশে ধৃত ৯০ শতাংশ ভিখারিই (Beggar) পাকিস্তানি। প্রবাসী পাকিস্তানি বিষয়ক সচিব জুলফিকার হায়দার সেনেট প্যানেলের বৈঠকে এই তথ্য তুলে ধরেন।
ওই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান থেকে প্রচুর অপ্রশিক্ষিত শ্রমিক ভিনদেশে যাচ্ছে। আর তাই এই সমস্যা তৈরি হচ্ছে। সেনেট কমিটির বৈঠকে পাকিস্তানের সচিব জানান, পর্যটক ভিসা নিয়ে সৌদি আরব, ইরান (Iran) এবং ইরাকে (Iraq) গিয়ে প্রচুর পাকিস্তানি ভিক্ষা করছেন। আর এই ইস্যু নিয়ে সৌদি আরবের থেকে পাকিস্তানের কাছে অভিযোগ এসেছিল। অভিযোগ পুণ্যার্থীরা পাকিস্তানি পকেটমারদের (Pick Pocketers) শিকার হচ্ছেন। পাশাপাশি আরও একটি রিপোর্ট বলছে, মুসলিম (Muslim) দেশ ছেড়ে জাপানের (Japan) দিকে পাকিস্তানি ভিখারিরা যাচ্ছেন।
অর্থাৎ, সৌদি আরব কিন্তু পাকিস্তানের এই ভিখারিবৃত্তি নিয়ে যথেষ্ট বিরক্ত। এদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছিলেন, পাকিস্তানকে ভিক্ষার বাটি নিয়ে বের হতে হচ্ছে।
পাশাপাশি আরও একটি রিপোর্ট সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে, চীন (China) আর সৌদি আরবের কাছে ফের একবার হাত পেতেছে পাকিস্তান। ওই দেশের তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী সমসদ আখতার সম্প্রতি সেনেট স্ট্যান্ডিং কমিটির কাছে এই বিষয়টি জানান। উল্লেখ্য, এর আগেও আইএমএফ-এর (IMF) থেকে ঋণ নিয়েছিল পাকিস্তান। তারপরেও অর্থনৈতিক করুণ দশা কমেনি। তা সামলাতে ব্যর্থ হয়েছে তারা। যার ফলে ফের আরও একবার হাত পাততে বাধ্য হল তারা।
এদিকে পাকিস্তানের ‘৯০ শতাংশই ভিখারি’ বলে স্বীকারোক্তি দেখে হাসছে ভারত-সহ অন্যান্য দেশ। যেখানে ভারতের (India) অনেক শিক্ষিত মানুষ বাইরে গিয়ে চাকরি করেন, সেখানে ভিক্ষাবৃত্তি করতে বাইরে যেতে হচ্ছে পাকিস্তানকে। যা কার্যত হাস্যকর, সমানভাবে ওই দেশের জন্য অপমানজনক।