জেহাদ করে কাশ্মীর দখল করার আবেদন পাকিস্তানি সাংসদদের, সাড়া দিলেন না ইমরান খান

কাশ্মীরকে অশান্ত করে তুলতে আবারো উঠে পরে লেগেছেন পাকিস্থান সাংসদরা। ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে যুদ্ধ ঘোষনার আর্জি জানান তারা। এক পাকিস্তানি নেতা দিন পর্যন্ত ঠিক করে দেন পাকিস্তানি প্রধানমন্ত্রীকে। সেই তারিখেই নাকি যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান।

কবে যুদ্ধ করতে চান পাকিস্তানিরা?

জমিয়াত ইলেমা-ই ইসলাম  ফজল হতে পাকিস্তান প্রধানমন্ত্রীকে আর্জি জানায় যে তাদের উচিত অবিলম্বে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। জামিয়াত ইলেমা-ই ইসলামের নেতা মৌলানা আব্দুল আকবর ছিত্রালি ইমরান খানের কাছে আর্জি রাখেন যে, ১০ ফেব্রুয়ারিতেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক পাকিস্তান।

ফের কাশ্মীরে হস্তক্ষেপের দাবি

মৌলানা চিত্রালির দাবি ভারতের সাথে নিছক যুদ্ধের ঘোষণাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ করে তুলবে । এর ফলেই দুই দেশের মধ্যে কয়েক দশক পুরানো কাশ্মীরের সমস্যায় হস্তক্ষেপ করবে তারা এবং সমাধান করতে বাধ্য করবে। তার এই দাবিকে বেস কিছু পাকিস্তানি সাংসদ সম্মতি জানিয়েছেন। কাশ্মীরের জনগণকে মুক্ত করতে এবং উপমহাদেশের বিভক্তি পরিকল্পনা টি সম্পূর্ন করতে এটিই একমাত্র পদক্ষেপ বলে মনে করেন বেশ কিছু পাকিস্তানি সাংসদ। এছাড়া কিছু বিরোধী নেতা অন্যান্য দেশের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। তাদের অভিযোগ যে কাশ্মীরের জনগণের জন্য কিছুই করছেন না বাকি ইসলামিক দেশগুলি। এর বিরুদ্ধেও তীব্র নিন্দা জানান তারা।

কাশ্মীর দখলের ডাক দিল পাকিস্তান

তিন ঘন্টার দীর্ঘ বিধানসভা অধিবেশনের শেষে প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান আগেব এ ভেসে যান এবং দেশকে ‘ ভারত আক্রমণ চালিয়ে জম্মু ও কাশ্মীর দখল করার পরিকল্পনা’ করতে বলেন। যদিওবা ভারতের বিরুদ্ধে জিহাদের কথার কোনো সাড়া দেননি ইমরান খান।

সম্পর্কিত খবর