বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) ‘বদলা’ নিল ভারত। মঙ্গলবার মধ্যরাতে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুরে’র (Operation Sindoor) সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। অন্যদিকে ফুঁসছে পাকিস্তান। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে ইসলামাবাদ। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ডিরেক্টর জেনারেল একটি সাংবাদিক সম্মেলন করে এই তথ্য প্রকাশ করেন।
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) জেরে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের একাধিক মসজিদ!
গতকাল রাতভর জেগে অপারেশন সিঁদুর অভিযানের দিকে নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও সাধারণ পাক নাগরিক নন, বেছে বেছে জঙ্গি ঘাঁটিকে ‘টার্গেট’ করেছে ভারতীয় সেনা (Indian Army)। এদিকে বুধবার ভোরে সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানের আইএসপিআর ডিরেক্টর জেনারেল দাবি করেন, গতকাল রাত ১টা নাগাদ পাকিস্তানের ৬টি জায়গায় ২৪টি হামলা চালায় ভারতীয় বাহিনী। সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
Visuals of Martyred of Bilal Masjid in Muzaffarabad, Pakistan after Indian missiles attacked. pic.twitter.com/cHuUMhj0AH
— War Reports (@AtseezA) May 6, 2025
আইএসপিআর ডিজির কথায়, ‘বহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে শুভান মসজিদে হামলা চালানো হয়েছে। এখানে ৪টি স্ট্রাইকে ৫ জন নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৩ বছরের শিশুও রয়েছে। এখানে মোট ৩১ জন আহত হয়েছেন’। এর পাশাপাশি মুজাফফরাবাদে বিলাল মসজিদ, কোটলি অঞ্চলে আব্বাত মসজিদ ও মুরিদকেতে উমালকুরা মসজিদেও হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ।
আরও পড়ুনঃ ভুল স্বীকার করল কর্তৃপক্ষ! শিক্ষাকর্মীদের পক্ষে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
ইতিমধ্যেই মুজাফফরাবাদের বিলাল মসজিদের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা জানালা, দেওয়ালে স্পষ্ট আঘাতের চিহ্ন।
পাকিস্তানের ‘অপারেশন সিঁদুর’এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান (Pakistan)। সেদেশের আইএসপিআর ডিজি এই অভিযানকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত হামলা’ বলে দাবি করেন। ভারতকে ‘যোগ্য জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। সপ্তাহ দুয়েকের মাথায় কড়া ‘জবাব’ দিল ভারত (Operation Sindoor)। সন্ত্রাসবাদ দমনে নেওয়া হল বিরাট পদক্ষেপ। রাতের অন্ধকারে ধ্বংস করা হল একাধিক জঙ্গি ঘাঁটি।