বাংলা হান্ট ডেস্ক: PSL (Pakistan Super League) ২০২৫-এর বিজয়ী ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। লাহোর কালান্দার্স তৃতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে। আর, যাঁর নেতৃত্বে ওই দল এই তিনটি সাফল্যই পেয়েছে, তাঁর নাম শাহিন শাহ আফ্রিদি। এই বাঁ-হাতি পাকিস্তানি ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে ফের PSL ট্রফি হাসিল করলেও, আপনি কী জানেন যে শাহিনের এক আত্মীয়ের জঙ্গি সংযোগ ছিল! শুধু তাই নয়, ভারতের BSF-এর গুলিতেই খতম হয় শাহিনের ওই আত্মীয়। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।
PSL (Pakistan Super League)-এ ফের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স:
শাহিন আফ্রিদির আত্মীয় ছিল জঙ্গি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শাহিন আফ্রিদির ওই আত্মীয়ের নাম ছিল সাকিব। যে পেশোয়ারের বাসিন্দা ছিল এবং নিহত হওয়ার আগে প্রায় দেড় বছর ধরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সক্রিয় ছিল সে। সাকিবের সাথে শাহিনের পূর্বে কোনও সম্পর্ক ছিল না। শাহিদ আফ্রিদির জামাই হওয়ার পর এই সম্পর্ক গড়ে ওঠে। সাকিব ছিলেন শাহিদের খুড়তুতো ভাই। তাই তিনি সম্পর্কে শাহিনের শ্বশুরও ছিলেন।
BSF এনকাউন্টারে হত্যা করেছে: ২০০৩ সালের ৭ সেপ্টেম্বর BSF-এর এক এনকাউন্টারে সাকিব নিকেশ হয়। ২২ বছর আগে অনন্তনাগেই এই এনকাউন্টার ঘটে। তথ্য অনুযায়ী, BSF সাকিবকে ধাওয়া করে গুলি করে। BSF তখন শাহিদ আফ্রিদির খুড়তুতো ভাই এবং শাহীনের আত্মীয় সাকিবকে হরকাত-উল-আনসারের ব্যাটালিয়ন কমান্ডার হিসাবে বর্ণনা করেছিল।
আরও পড়ুন: “ভারতের ষড়যন্ত্রেই বাড়ছে সঙ্কট”, গদি বাঁচাতে দোষারোপ শুরু ইউনূসের, মহাবিপদে বাংলাদেশ
PSL-এর আরেকটি শিরোপা জিতে নিলেন শাহিন: জানিয়ে রাখি, PSL (Pakistan Super League) ২০২৫-এ শাহিন তাঁর দল লাহোর কালান্দার্সকে সামনে থেকে নেতৃত্ব দেন। ফাইনালে তিনি তীক্ষ্ণ বোলিং করেন এবং ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ টি উইকেট নেন। একই ওভারে তিনি ২ টি উইকেট হাসিল করেন। মূলত, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ম্যাচে ১৮ তম ওভারে তিনি পান ২ টি উইকেট।
আরও পড়ুন: “আগামী বছর শক্তিশালী হয়ে ফিরব”, শেষ ম্যাচে ১১০ রানে হেরেও “আফসোস” ছাড়াই জানালেন রাহানে
এমতাবস্থায়, শাহিনের ওই ওভারটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। যেখানে তিনি ২ টি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ১ রান দিয়েছিলেন। নাহলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের স্কোর আরও বড় হতে পারত। শাহিনের ওই ওভারটি কেবল ম্যাচের মোড়ই বদলে দেয়নি, বরং লাহোর কালান্দার্সের আরেকবার PSL (Pakistan Super League) চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছিল।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: