বাংলা হান্ট ডেস্কঃ পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (Pakistan Army Chief General Asim Munir) কি গ্রেফতার হয়েছেন? বৃহস্পতিবার রাতে এই খবরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। আসলে সত্যিটা কি? সত্যিই গ্রেফতার নাকি বহিষ্কার? তবে জানা যাচ্ছে, পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান আসিম মুনিরকে গ্রেফতার বা তাকে পদচ্যুত করার কোনো পাকা খবর এখনও সামনে আসেনি।
সম্প্রতি আরও শক্তিবৃদ্ধি মুনিরের! Pakistan Army Chief General Asim Munir
কিছুদিন আগে পর্যন্ত পর্দার আড়ালে থাকতে পছন্দ করা এই ব্যক্তি বর্তমানে পাক-ভারত সংঘর্ষের আবহে সংবাদ শিরোনামে। তবে মনে করা হচ্ছে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে গ্রেফতারির কোনো প্রশ্ন আসছে না। বরং পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের ফলে পাক সেনা প্রধানের ক্ষমতা আরও বেড়েছে। পূর্বের তুলনায় তার হাত আরও শক্ত হয়েছে।
সূত্রের খবর, গত ৭ মে পাকিস্তান সুপ্রিম কোর্ট রায়ে জানায়, এবার থেকে সেনা আদালতেও পাক নাগরিকদের বিচার চলতে পারবে। যা এই আগে আদালতের নিয়মানুসারেই অসাংবিধানিক ছিল। এই ঐতিহাসিক রায়ের ফলে পাক সেনা প্রধানের ক্ষমতা আগের তুলনায় আরও অনেক গুন বৃদ্ধি পেয়েছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: সীমান্তে লাগাতার সংঘর্ষ! পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহেই বড় সিদ্ধান্ত ভারতীয় নৌ সেনার
শত্রু দেশের সব থেকে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন হওয়া সত্ত্বেও বিগত কিছু সময়ে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের জনপ্রিয়তা সে দেশে কমছিল বলেই মত কূটনৈতিক বিশ্লেষকদেকদের একাংশের। তবে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের ফলে অভ্যন্তরীণ অসন্তোষ দমনে আসিম মুনিরের ক্ষমতা আরও অনেকাংশে বেড়েছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদেকরা।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/1BWuGIQrTiE?si=QU7F9OfCjW0FnmSs
যেখানে ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ‘যুদ্ধ-ক্ষুধার্ত’ জেনারেল আসিম মুনির যখন নিজের বিছানো জালেই আটকে যাচ্ছেন , তখন পাকিস্তানেরবলো রায়ের তার ক্ষমতা আরও বেড়েছে। যদিও বর্তমানে পাক সেনাপ্রধানের অবস্থান সম্পর্কে সেভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।