বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) পর এবার পাকিস্তানও (Pakistan) চীনকে বড়সড় ঝটকা দিল। চীনের পরম বন্ধু পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ শুক্রবার চীনের অ্যাপ টিকটককে (TikTok) নিষিদ্ধ করে দিল। পাকিস্তানের জিও নিউজ এর রিপোর্ট অনুযায়ী, টেলিযোগাযোগ কর্তৃপক্ষ জানায় যে সংস্থা অবৈধ অনলাইন সামগ্রীর সক্রিয় সংযোজনের কার্যকরী প্রক্রিয়া তৈরির নির্দেশাবলী অনুসরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, ভারত জুন মাসেই সুরক্ষার কারণে টিকটক সমেত কয়েকশ চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে।
Pakistan's Telecommunication Authority blocks Chinese app TikTok "in view of a number of complaints from different segments of the society against immoral/indecent content on the video-sharing platform" https://t.co/3GWaqAbetK pic.twitter.com/DTzfOMd727
— ANI (@ANI) October 9, 2020
খবর অনুযায়ী, পাকিস্তানের টেলিকম কর্তৃপক্ষ বারবার সংস্থাকে অবৈধ অনলাইন সামগ্রীর সক্রিয় নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে বলেছিল। কিন্তু কোম্পানি এই নির্দেশ কান দেয়নি। আর এই কারণে পাকিস্তান টিকটককে ব্যান করার সিদ্ধান্ত নেয়। জানিয়ে দিই, জুলাই মাসে টিকটককে এরজন্য হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।