পাকিস্তানে গড়ে উঠছে শিবমন্দির

বাংলা হান্ট ডেস্ক: দেশভাগের ৭২ বছর পর পাকিস্তানের পুনর্নির্মাণ করা হচ্ছে শিব মন্দির। ইমরান সরকার হাজার বছরের পুরনো এই শিব মন্দিরটি কে পুনঃ নির্মাণ করিয়ে দিল হিন্দুদের জন্য। পাখা শাসন হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি রক্ষা করতেই হিন্দু মন্দির সারানোর সিদ্ধান্ত নিলেন।
images 3 1
দেশভাগের পর পাকিস্তানের শিয়ালকোট এ প্রতিষ্ঠিত হয়েছিল শিবালা তেজা সিং মন্দির। দুষ্কৃতী হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল মন্দিরটি। এবার তো সারিয়ে দিয়ে হিন্দুদের মন জয় করল ইমরান।

সম্পর্কিত খবর