দু’বেলা খাবার জোটাতেই হিমশিম! এদিকে উইক্রেনে অস্ত্র পাঠানোর তোরজোড় পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্ক : এদিকে ভাঁড়ে মা ভবানী অবস্থা! কিন্তু কূটনীতি করতে পিছপা নয় ‘ভুখা’ পাকিস্তান (Pakistan)। খাদ্য শস্য নেই, তেল নেই, টাকা নেই। কিন্তু এই পরিস্থিতিতেই ব্রিটেনের (Britain) সঙ্গে চুক্তি করলো পাকিস্তান। আবার যেমন তেমন চুক্তি নয়, এক্কেবারে সামরিক চুক্তি। এবার পাকিস্তান সামরিক অস্ত্র পাঠাবে ইউক্রেনে (Ukraine)।

ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের সঙ্গে চুক্তি হল পাকিস্তানের সামরিক অস্ত্র প্রস্তুক কারক সংস্থার সঙ্গে। জান যাচ্ছে, সম্প্রতি মোট ১৬২টি বাক্স পাকিস্তান থেকে ইউক্রেনে পাঠানো হয়েছে। এর মধ্যে ছিল কামানের রকেটও। এই সবকটি বাক্সই গত মাসে করাচি বন্দর থেকে জার্মানি হয়ে ইউক্রেনে গেছে।

এমভি জুইস্ট নামে একটি জাহাজ এই সমস্ত সামরিক উপকারণ গুলি জার্মানির এমডেম বন্দর হয়ে ইউক্রেন পৌঁছায়। এই জাহাজটি গত বছর পাকিস্তান থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে জানা যাচ্ছে।

pakistan economic crisis (1)

মাঝেমধ্যেই পাকিস্তানের পরোপকার করার ভুত চাপে মাথায়। কিছুদিন আগেই ভূমিকম্প বিদ্ধস্ত তুরস্কে ত্রান পাঠিয়ে বেশ বিপাকে পড়ে শরিফের দেশ। নিজেদের তীব্র আর্থিক সমস্যার মধ্যেও পাকিস্তানের এই রকম মানবিক পদক্ষেপে অবাক হয়ে গিয়েছিলেন তুরস্কের সরকারি আধিকারিকরা৷ কিন্তু সেই ত্রাণ সামগ্রীর বাক্স খুলতেই তাঁদের চোখ কপালে উঠে যায়। কারণ তুরস্কের আধিকারিকরা আবিষ্কার করলেন, এক বছর আগে পাকিস্তানে ভয়াবহ বন্যার সময় তারা যে ত্রাণ পাঠিয়েছিলেন, সেসবই আবার বাক্সবন্দি করে তুরস্ককে ফেরত পাঠিয়ে দিয়েছে ইসলামাবাদ!

পাকিস্তানের এই নতুন কীর্তি সামনে আসতেই নেট মাধ্যমে হাসির রোল উঠেছে৷ এমন কি, পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের অংশও ভাইরাল হয়েছে৷ সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এমন লজ্জাজনক ঘটনার নিন্দা করা হয় পাকিস্তানের সংবাদমাধ্যমেও৷


Sudipto

সম্পর্কিত খবর