বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তানের (Pakistan) মধ্যে উত্তেজনা বাড়ছে চড়চড়িয়ে। আঘাত প্রত্যাঘাত চলছে প্রতিদিনই। এর মাঝেই অন্যদিকে ট্রোলের মুখে পড়ল পাকিস্তান (Pakistan)। এই দুদিনেই পাকিস্তানের পরিস্থিতি রীতিমতো সঙ্কটজনক। ভারতের বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যেতে প্রয়োজন আরো অর্থের। এমতাবস্থায় আন্তর্জাতিক ক্ষেত্রে হাত পাততেই ইসলামাবাদকে একহাত নিল প্রেস ইনফরমেশন ব্যুরো। কার্যত বিশ্বের কাছে হাসির খোরাক হচ্ছে পাকিস্তান।
ভারতের কাছে ট্রোলড পাকিস্তান (Pakistan)
শত্রুরা প্রচুর ক্ষতি করেছে, এমন কারণ দেখিয়ে শুক্রবার অর্থ সাহায্যের জন্য তদ্বির করেছে পাকিস্তান (Pakistan)। আন্তর্জাতিক ক্ষেত্রে সাহায্যের জন্য অনুরোধ করে পরিস্থিতিতে উত্তেজনা কমানোর জন্য সাহায্যের আবেদনও করতে দেখা গিয়েছিল তাদের। পালটা এ নিয়ে কটাক্ষ, হাসাহাসি শুরু হতেই তড়িঘড়ি পাক সরকারের তরফে দাবি করা হয়, এমন কোনো টুইট তারা করেনি। এক্স অ্যাকাউন্টটি নাকি ‘হ্যাক’ করা হয়েছিল। তারপরেই আসরে নামে ভারত সরকারের মিডিয়া শাখা।
পাকিস্তানকে নিয়ে মিম PIB-র: পাকিস্তানকে তীব্র কটাক্ষ করে একটি মজার মিম শেয়ার করা হয়েছে PIB এর তরফে। ‘গোলমাল’ ছবির বহু চর্চিত দৃশ্যটি শেয়ার করা হয়েছে PIB এর এক্স হ্যান্ডেলে। সেখানে লেখা, ‘ইয়ে কোই তারিকা হ্যায় ভিখ মাঙনে কা?’ পাকিস্তান (Pakistan) ট্রোলের মুখে পড়তেই হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় নেটিজেনদের। দ্বিগুণ উল্লাসে কমেন্ট করতে শুরু করেছেন তারা।
https://t.co/zLTqIpqPLv pic.twitter.com/4rcYLLHJiS
— PIB India (@PIB_India) May 9, 2025
আরো পড়ুন : ‘আশা করি পরমাণু সংঘাতে গড়াবে না’, ভারত-পাকিস্তান সংঘর্ষ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আমেরিকা
কী বলছেন নেটিজেনরা: ‘ফির হেরা ফেরি’ থেকে একটি ছবি শেয়ার করে একজন মন্তব্য করেছেন, ‘শুধুমাত্র ইনিই এখন ফান্ড জোগাড় করতে পারেন’। আরেকজন আবার কটাক্ষ করে লিখেছেন, ‘হেটার্সরা বলবে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে’। অবশ্য বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে পাকিস্তানকে (Pakistan)। সর্বত্রই এখন ব্যাকফুটে পড়শি দেশ।
আরো পড়ুন : যুদ্ধ পরিস্থিতিতেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সাম্বাতে ৭ জইশ জঙ্গিকে নিকেশ করল BSF
প্রসঙ্গত, পরিস্থিতি জটিল হলেও পালটা মার দেওয়ার ব্যর্থ চেষ্টা করে চলেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতেই সীমান্তবর্তী এলাকায় এবং নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন, মিসাইল হামলা করতে শুরু করে পাকিস্তান। সরকারি সূত্রে জানানো হয়েছে, ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ৫০ টিরও বেশি ড্রোন গুলি করে নামিয়েছে। পালটা পাকিস্তানের একাধিক শহরে প্রত্যাঘাত করে ভারত।