রাফালের ভয়ে ঘুম উড়েছে পাকিস্তানের, এবার চীনের থেকে কিনতে চলেছে বিশেষ ধরনের বিমান

বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাসে স্বাধীন গবেষণা প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেছিল, চীনের (china) থেকে J-10C যুদ্ধবিমান কিনতে চলেছে পাকিস্তান (pakistan)। এই চুক্তি ২০২১ সালের শেষের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।

খবর পাওয়া যাচ্ছে, চীনের জেএফ-১৭ বিমানের সক্ষমতা এবং ইঞ্জিনের ত্রুটি নিয়ে পাকিস্তান খুশি নয় এবং চীন এখনও সেই সমস্যার সমাধান করে উঠতে পারেনি। ধারণা করা হচ্ছে, এই বিমানের সমস্যা থাকার কারণে, পাকিস্তান এখন চীন থেকে নতুন যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। বিশেষত, ভারতের রাফালের সঙ্গে টক্কর দেওয়ার জন্যই এই যুদ্ধবিমান কিনতে চলেছে পাকিস্তান।

29 07 2020 rafael jet 20570010

জানিয়ে রাখি, ভারত এবং ফ্রান্সের মধ্যেকার চুক্তি অনুযায়ী ৩৬ টি রাফাল বিমানের মধ্যে ইতিমধ্যেই ৩০ টিরও বেশি রাফাল বিমান ভারতে এসে পৌঁছে গিয়েছে। মোতায়েনও করা হয়ে গিয়েছে বেশ কিছু স্থানে। এই পরিস্থিতিতে ভারতের সমান হওয়ার জন্য চীনের থেকে নতুন যুদ্ধবিমান কিনতে চলেছে পাকিস্তান।

পূর্বে একবার ইমরান খান সরকারের J-10C বিমান কেনার প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের একজন সাংসদ ডক্টর আফনান উল্লাহ খান। ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘আমি বুঝতে পারছি না, পাক সরকার কেন J-10C বিমান কিনছে? ইতিমধ্যেই পাকিস্তানের কাছে এই ধরনের বিমান রয়েছে। আর এই যুদ্ধবিমান রাফালের সামনে টিকতে পারবে না’।

প্রসঙ্গত, J-10 একক ইঞ্জিনের যুদ্ধবিমানটি হালকা ওজনের মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট। এটি যেকোনো অবস্থায় কাজ করতে পারে। মিরাজ বিমানের ফরাসি সমতুল্য বলে মনে করা হয় চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের জন্য নির্মিত এই যুদ্ধবিমান।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর