ভারত নাকি “ভণ্ড”! ফের বিষ উগরে দিল পাকিস্তান, সেনাপ্রধানের উপর চটে লাল পড়শি দেশ

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ভারতের (India) সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi) সরাসরি অভিযোগ তুলে বলেন, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা অধিকাংশ সন্ত্রাসবাদী পাকিস্তানি। এমনকি সন্ত্রাসী কার্যকলাপে প্রচ্ছন্নভাবে পাকিস্তান (Pakistan) সরকারের মদত দেওয়ার অভিযোগও তোলেন ভারতের সেনাপ্রধান।

পাকিস্তানের ভারতকে (India) ভন্ড বলে তোপ

তার জবাবে এবার পাকিস্তান ভারতের সেনাপ্রধানের এহেন মন্তব্যকে  ‘চূড়ান্ত ভণ্ডামীর ঐতিহ্যশালী নিদর্শন’ বলে তোপ দাগল। দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় ও সামরিক আদান-প্রদান বৃদ্ধির উদ্দেশ্যে সম্প্রতি বৈঠকে বসেন ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর আধিকারিকরা। এই আবহেই ভারতের সেনাপ্রধান জঙ্গি কার্যকলাপে সরাসরি পাকিস্তানের মদত দেওয়ার অভিযোগ তোলেন গত সোমবার।

Pakistan verbally attack India

পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ‘ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন’ (আইএসপিআর) জানিয়েছে,  ‘ভারতের সেনাপ্রধান পাকিস্তানকে নিশানা করছেন। তিনি বলেছেন, পাকিস্তান নাকি সন্ত্রাসবাদের এপিসেন্টার। কিন্তু, তাঁর এই মন্তব্য একেবারেই বাস্তববিরোধী। শুধু তাই নয়। এটা আসলে ভারতের নিজের ব্যর্থতা ঢাকারই একটা অপচেষ্টা। তাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলির জন্য পাকিস্তানকে দোষ দেওয়া আসলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চালানো নৃশংসতা।’

আরোও পড়ুন : TMC কাউন্সিলর অনন্যার ‘বেআইনি’ বাড়ির খোঁজ দিলেন সজল! বিস্ফোরক অভিযোগ BJP নেতার

যদিও ভারতের সেনাপ্রধানের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে আইএসপিআর বলেছে, ‘ভারত জম্মু ও কাশ্মীরে যে নৃশংসতা চালাচ্ছে, তার থেকে যাতে বাকি বিশ্বের নজর ঘোরাতে পারে, তার জন্যই এই ধরনের মন্তব্য করা হচ্ছে।’ আরো একধাপ এগিয়ে আইএসপিআরের বক্তব্য, ব্যাপক রাজনীতিকরণ ঘটছে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) অন্দরে।

Pakistan verbally attack India

সেই কারণেই এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা হচ্ছে সেনাবাহিনীর তরফে। রীতিমতো ‘পরামর্শ’ দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর এই মিডিয়া শাখা ভারতকে বলেছে, প্রতিবেশী দেশকে দোষ না দিয়ে, ভারতের উচিত দোষ-ত্রুটি মেনে নিয়ে সেগুলিকে সংশোধন করা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর