বাংলাহান্ট ডেস্ক: আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। জানা যাচ্ছে,জম্মু – কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হেভি শেলিং শুরু করে। এমনকি ভারতের সীমান্ত বরাবর গ্রামগুলিতেও গুলি বর্ষণ করতে থাকে। ভারতও পাল্টা হামলা চালায়।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, পাকিস্তান রাতের অন্ধকারে শাহপুর ও সাউজিয়ান এলাকায় গুলি চালাতে শুরু করে। ভারতীয় জওয়ানরা পাকিস্তানকে পাল্টা জবাব দেয়। ঘন্টাখানেক দু পক্ষের গোলাগুলি চলে। পাকিস্তান শেষ পর্যন্ত সেনা বন্ধ করতে বাধ্য হন।
গত ২২ জুলাই রাজৌরি জেলার সুন্দেরবনীতে পাকিস্তানের গুলিবর্ষনে এক ভারতীয় জওয়ান শহীদ হন। বিগত কয়েক দিন ধরে পাকিস্তান ভারতীয় সেনা ঘাঁটি ছাউনি টার্গেট করে শেলিং চালাচ্ছে।