বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন টেস্টের সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হচ্ছে লাহোরের মাটিতে। এই ম্যাচে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে, যা ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে। এদিন পাকিস্তানের পেসার হাসান আলীর একটি বল উইকেটে আঘাত করলেও অজি ব্যাটারের উইকেটের বেল পড়েনি, তারপরও আম্পায়ার তাকে আউট দেন, যা সবাইকে অবাক করে দেয়। চলুন জেনে নিই পুরো ঘটনাটি সম্পর্কে।
আজ ম্যাচের প্রথম দিনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। যে সময়ের ঘটনার কথা বলা হচ্ছে সেইসময় ব্যাট করছিলেন অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। সেইসময়ই তাকে করা হাসান আলীর একটি বল সোজা স্টাম্পে লেগে চলে গেলেও বেল পড়েনি, তারপরও ক্যারিকে আউট দেন আম্পায়ার আলিম ডার। স্টাম্পে আঘাত করার পর বল চলে গিয়েছিল মহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। তা সত্ত্বেও আম্পায়ার আউট দেওয়ায় সকলেই অবাক হন।
How bizarre! #PAKvAUS
Tune into the second day on Foxtel, Kayo Sports and SEN radiopic.twitter.com/idLxEOc0rg
— cricket.com.au (@cricketcomau) March 22, 2022
আসলে এমনটা হয়েছিল যে বলটি প্যাড এবং ব্যাটের মাঝখানে চলে গিয়েছিল এবং তারপরে উইকেটরক্ষক মহাম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়েছিল। আম্পায়ার আলিম দার মনে করেন বল ব্যাটে লেগেছে, তাই তিনি আউট দেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি রিভিউ নেন যাতে তিনি নট আউট প্রমাণিত হন। ১০৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ক্যারি। শেষপর্যন্ত ক্যারিকে নিজের শিকারে পরিণত করেন নোমান আলী।
লাহোর টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার পুরো দল ৩৯১ রানে অলআউট হয়ে যায়। একপর্যায়ে ২০৬ রানে ৫ উইকেট হারিয়ে গেলেও এরপর ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি দুর্দান্ত ব্যাটিং করে দলকে সমস্যা থেকে বের করে দেন। ক্যামেরন গ্রিন করেন ৭৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন উসমান খাজা। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ও নাঈম শাহ নিয়েছেন চারটি করে উইকেট। পাকিস্তান এখন পর্যন্ত এক উইকেট হারিয়ে ৬১ রান করেছে। একই সঙ্গে সিরিজের আগে দুটি টেস্ট ম্যাচই ড্র হয়েছে।