পাকিস্তানের সামনে এসেই আসল রূপ বেরিয়ে এলো বাংলাদেশের! সহজ জয় বাবর আজমদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সুপার ফোরে বাংলাদেশের অবস্থা অত্যন্ত সঙ্গীন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে তারা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। অভিজ্ঞ সাকিব আল হাসান (৫৩) ও মুশফিকুর রহিম (৬৪) রুখে না দাঁড়ালে আরও বড় লজ্জার মুখোমুখি হতে পারতো তাদের। প্রথম ইনিংসে ৫০ ওভার অবধিও ব্যাটিং করতে পারেনি তারা। ৩৮.৪ ওভারে ১৯৩ রান তুলে অলআউট হয়ে যায় তারা।

পাকিস্তানের বোলাররা অসাধারণ বোলিং করেছেন আজ পাকিস্তানের বিরুদ্ধে। হ্যারিস রাউফ এবং নাসিম শাহ আজ বাংলাদেশ ব্যাটিংকে ধ্বংস করেছেন। রাউফ ৪ টি এবং নাসিম ৩ টি উইকেট নিয়েছেন। রান বেলালেও লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেটটি পেয়েছেন শাহীন আফ্রিদি।

   

এরপর রান তারা করতে নামা পাকিস্তানকে কিছুটা বেকায়দায় ফেলতে পেরেছিল বাংলাদেশ। ১৬ ওভারের মধ্যে দুই তারকা ফাকর জামান (২০) এবং বাবর আজমকে (১৭) হারিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু এরপর বাংলাদেশের বোলাররা আর আনন্দ করার সুযোগ পাননি।

আরও পড়ুন: কোহলি না, কাশ্মীর নিয়ে ভারতকে কটু কথা বলা পাকিস্তান ভক্তদের মধ্যমা দেখিয়েছি! মন্তব্য গম্ভীরের

উইকেট সামলে দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন ইমাম উল হক এবং চার নম্বরে ব্যাটিং করতে নামা মহম্মদ রিজওয়ান। বাংলাদেশের বোলাররা রানের গতি কিছুটা আটকে রাখতে পেরেছিলেন একটা সময় অবধি। কিন্তু তাতে শেষ পর্যন্ত কোন লাভ হয়নি। ইমাম উল হক ৮৪ বলে ৭৮ রান করে আউট হলেও ম্যাচ শেষ করে আসেন রিজওয়ান।

আরও পড়ুন: মালামাল হয়ে যাবে BCCI! ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ছাড়ালো ৫০ লাখ টাকার গণ্ডি

৭৯ বলে ৭টি চার ও ১টি ছক্কা সহযোগে ৬৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পাকিস্তানের উইকেটরক্ষক। ফলস্বরূপ সহজ জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে যাত্রাটা শুরু করল পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে দাপট দেখালেও প্রথম মেসেজ শ্রীলঙ্কা এবং এখন পাকিস্তানের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেল বাংলাদেশকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর