ভিখারি পাকিস্তানকে লুটল বন্ধু চিনও! বেকার ট্রেনের বগি পাঠাল বেজিং, মাথায় হাত ইসলামাবাদের

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের রেলওয়েও (Pakistan Railways) সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এমনকি ট্রেন চালানোর জন্য কোনও অর্থ নেই সরকারের কাছে। এই ভয়াবহ অর্থনৈতিক সংকটে (Economical crisis) পাকিস্তান তার বন্ধু চীনের (China) কাছেও বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। পাকিস্তান রেলওয়ে চীন থেকে 149 মিলিয়ন ডলার মূল্যের বগি (Train bogies) আমদানি করেছে যাতে সেগুলি পাকিস্তানে চালানো যায়। কিন্তু এই বগিগুলি পাকিস্তান রেলওয়ের ট্র্যাকে চালানোর উপযুক্ত নয়। এই ট্রেনগুলোর সক্ষমতা এবং গুণমান নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে সরকারের মধ্যেই।

শুধু তাই নয়, প্রশ্ন উঠছে পাকিস্তান রেলওয়ের সেই কর্মকর্তাদের নিয়েও যারা চীনে গিয়ে এই বগিগুলো পরীক্ষা করে বলেছিলেন যে এগুলো পাকিস্তানের জন্য উপযুক্ত। পাকিস্তানি সংবাদপত্রের তরফে জানা গিয়েছে যে এই চীনা বগিগুলিকে পাকিস্তানে চালানোর উপযোগী করতে সরকারকে এখন কোটি কোটি টাকা খরচ করতে হবে। কর্মকর্তারা জানিয়েছেন,পাকিস্তান রেলওয়ের স্কি লাইনের মেরামতের কাজ শুরু হয়েছে। কর্মকর্তারা আরও জানান, চীনা বগিগুলোর ভেতরে খুব মোটা সাইজের পাইপ বসানো থাকে, যার কারণে ব্রেক ঠিকমতো লাগে না এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে।

এসব সমস্যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান প্রশাসন তাদের দেশের অভ্যন্তরে চাইনিজ বগিগুলোতে আড়াই ইঞ্চি পুরু পাইপ বসানোর কাজ শুরু করেছে। এর আগে চীনের এসব বগিতে 20 ইঞ্চি পুরু পাইপ ছিল। পাকিস্তান রেলওয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হাসিব বলেন, এই বগিগুলো প্রযুক্তিগতভাবে নতুন পাইপ লাগানো হচ্ছে। মজার ব্যাপার হল এই বগিগুলি পরীক্ষা করার জন্য পাকিস্তান 88 জন কর্মকর্তাকে চীনে পাঠিয়েছিল এবং তাদের প্রতিদিন 100 ডলার করে প্রদানও করেছিল। কিন্তু তা সত্ত্বেও এমন পরিস্থিতি কেন সৃষ্টি হল তা ভেবে পাচ্ছেন না অনেকেই।

Pakistan Railways

পাকিস্তান রেলওয়ে যখন চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে তখন চীনের বগির এই খবর সামনে এসেছে। পাকিস্তান রেলওয়ে এতটাই রুগ্ন হয়ে পড়েছে যে ট্রেন চালানোর মতো তেলও অবশিষ্ট নেই তাদের কাছে। সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তান রেলওয়ের কাছে খুব কম দিনের তেল অবশিষ্ট রয়েছে। পাকিস্তান রেলওয়ে রেলমন্ত্রীকে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করার জন্য অনুরোধ করেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর