নিজেদের বোকামির ফল ভুগছেন বুমরারা, ভারতকে টপকে গেল বাবর আজমের পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ম্যাচ হারার পর মনে করা হয়েছিল যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এ খুব বড় প্রভাব ফেলবে না এই হার। যদিও এজবাস্টনে জিততে না পারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। কিন্তু এবার গোদের ওপর বিষফোঁড়া রূপে দেখা দিল পেনাল্টি।

বার্মিংহামে স্লো ওভার রেট বজায় রেখেছিল যশপ্রীত বুমরার দল। তার শাস্তিস্বরূপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গেল তাদের। এই মুহূর্তে ভারতের পয়েন্ট ৫৩.৪৩ থেকে নেমে দাঁড়িয়েছে ৫২.০৮-এ। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে ৩ থেকে ৪ নম্বরে নেমে গিয়েছে ভারত।

indian test team lost

এই পরিস্থিতিতে লাভবান হয়েছে পাকিস্তান টেস্ট দল। বাবর আজমদের পয়েন্ট ছিল ৫২.৩৮। বাবর আজমরা পয়েন্টস টেবিলে চার নম্বরে থাকলেও ভারতের এই পতনের সুযোগে তিন নম্বরে উঠে এসেছে। ভারতের শুধু এইটুকু ক্ষতি হয়নি। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে প্রত্যেক ভারতীয় ক্রিকেটার কে। তাদের ম্যাচ ফির ৪০% কেটে নেওয়া হয়েছে।

ভারতের পক্ষে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করা খুবই কঠিন হয়ে গেল। অথচ ২০২১ সালে পরিস্থিতি এমন ছিল না।করোনার জন্য ভারত ইংল্যান্ড সিরিজ স্থগিত হওয়ার আগে ভারত ২-১ এগিয়েছিল সিরিজে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া কে হারিয়ে চমক দিয়েছিল অজিঙ্কা রাহানেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্ট চিঠি ২০২১ সালে খেলা হয়েছিল, সেটিতেও জয় পেয়েছিল কোহলির ভারত। ২০২২ আসতেই ভারতীয় টেস্ট দল যেন দিশা হারিয়ে ফেলেছে। ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে হারাল তাতে খুব বেশি কিছু লাভ হয়নি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর