বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ঝরে গিয়েছে ২৬ টি নিরপরাধ প্রাণ। তার প্রতিশোধ নিতে ভারত পরিচালনা করেছে ‘অপারেশন সিঁদুর’, যার জেরে পাকিস্তানের (Pakistan) নয়টি জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে তারও আগে আরেকটি ব্রহ্মাস্ত্র ছুড়েছিল ভারত, যার জেরে এখন গোটা পাকিস্তান জুড়ে শোনা যাচ্ছে হাহাকার। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়ে কার্যত পাকিস্তানকে (Pakistan) বিরাট ঝটকা দিয়েছে ভারত। নয়াদিল্লির কাছে কাকুতি মিনতি করে কোনো লাভ না হওয়ায় এবার রাষ্ট্রসংঘে নালিশ জানাতে গেল ইসলামাবাদ।
ভারত জল চুক্তি স্থগিত করায় রাষ্ট্রসংঘে নালিশ অসহায় পাকিস্তানের (Pakistan)
আন্তর্জাতিক আইনের পরোয়া না করে ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছে, এমনটাই দাবি পাকিস্তানের। শুক্রবার রাষ্ট্রসংঘের বৈঠকে পাকিস্তানের (Pakistan) প্রতিনিধি উসমান জাদুন রীতিমতো অসহায় হয়ে বলেন, বড়সড় কোনো বিপর্যয় ঘটার আগেই যেন এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে পাকিস্তানের অভিযোগ, ভারতের এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বিরোধী। ভারতের এই বেআইনি ঘোষণার বিরোধিতা করছে পাকিস্তান (Pakistan)। কোনো ভাবেই যেন ওই নদীগুলির জল বন্ধ বা গতিপথ পরিবর্তন না করা হয়। এতে ২৪ কোটি পাকিস্তানির জীবন সঙ্কটে পড়েছে বলেও দাবি করেন তিনি।
পালটা জবাব ভারতের: তবে রাষ্ট্রসংঘের কাছে নালিশ ঠুকতেই পাকিস্তানের (Pakistan) স্বরূপ সামনে নিয়ে আসে ভারত। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ বলেন, ৬৫ বছর আগে পাকিস্তানের উপরে আস্থা, বিশ্বাস রেখে এই চুক্তি করা হয়েছিল। কিন্তু পাকিস্তান (Pakistan) সেই বন্ধুত্ব, আস্থার মর্যাদা রাখতে পারেনি। বরং বিগত সাড়ে ছয় দশক এই চুক্তির অবমাননা করে ভারতের বিরুদ্ধে ৩ টি যুদ্ধ এবং হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। ৪০ বছরে প্রায় ২০ হাজারের বেশি ভারতীয় সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। এমনকি কাশ্মীরের পহেলগাঁও এর সাম্প্রতিক হামলাও এর উদাহরণ।
আরো পড়ুন : খোঁজ পাননি ‘অপারেশন সিঁদুর’এর! পাকিস্তানে কীভাবে কাটত দিনগুলি? অজানা অভিজ্ঞতার কথা শোনালেন পূর্ণম
নয়াদিল্লির কাছে আর্জি পাকিস্তানের: এখানেই না থেমে সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তানের (Pakistan) প্রত্যক্ষ মদত দেওয়ার বিষয়টা প্রকাশ করে ভারতীয় প্রতিনিধি বলেন, পাকিস্তানের প্রতিনিধি অপপ্রচার করছেন। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেয় পাকিস্তান। আর অপারেশন সিঁদুর এর মাধ্যমে তারই জবাব দেওয়া হয়েছে। কিন্তু তখনও ভারত যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে ভারত। কোনো পাক (Pakistan) নাগরিককে নিশানা করা হয়নি। কিন্তু পাকিস্তান পালটা ভারতের সীমান্তবর্তী গ্রামে হামলা চালিয়েছে।
আরো পড়ুন : রাহুল গান্ধীর পাশে ‘পাক চর’ জ্যোতি মালহোত্রা? বিরোধী দলনেতার ছবি ভাইরাল হতেই ছড়াল চাঞ্চল্য
প্রসঙ্গত, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় পাকিস্তানের কার্যত দিশেহারা অবস্থা। কোথাও বন্যা পরিস্থিতি হয়েছে, কোথাও আবার মানুষের শুকিয়ে মরার অবস্থা। সিন্ধু জল চুক্তি বাতিল না করার আর্জি নিয়ে ইসলামাবাদের তরফে নয়াদিল্লির কাছে এসেছে চিঠি। কিন্তু পাকিস্তানের কাকুতি মিনতিতে এবারে আর গলেনি ভারত। বরং বিদেশমন্ত্রী এস জয়শংকর স্পষ্ট বার্তায় বলেছেন, যতদিন না পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ করছে ততদিন চুক্তিও বাতিল থাকবে।