হাতে সময় মাত্র ৯০ দিন, ভারতের এক চুটকিতেই এবার জলের জন্য হাহাকার করবে পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে ৬৩ বছর আগে হওয়া ‘সিন্ধু জল চুক্তি’ (Indus Water Treaty) সংশোধন করতে হবে। এবার পাকিস্তানের (Pakistan) উপর চাপ বাড়িয়ে চুক্তি পরিবর্তনের জন্য নোটিশ পাঠাল কেন্দ্র। দীর্ঘ আলোচনার পর ১৯৬০ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মহম্মদ আয়ুব খানের উপস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) স্বাক্ষরিত হয়। গত ২৫ জানুয়ারি সিন্ধু জল কমিশনারের (Indus Water Commissioner) মাধ্যমে চুক্তি পরিবর্তনের জন্যই নোটিশ পাঠানো হয়। ভারতের দাবি পাকিস্তানের বাধার কারণেই বর্তমানে এই চুক্তির নিয়ম মানা সম্ভব হচ্ছে না।

বিপদে পাকিস্তান : ভারতের পক্ষ থেকে পাঠানো নোটিশের জেরে বড়সড় বিপদে মুখে পড়তে চলেছে পাকিস্তান। এর জেরে চুক্তি সংশোধনের জন্য ৯০ দিনের মধ্যেই নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসতে হবে ইসলামাবাদকে। সেখানেই চুক্তি সংশোধনের খসড়া তৈরি করা হবে। তবে পাকিস্তান আলোচনায় না বসলে চুক্তি ভেঙে বেরিয়ে আসতে পারে ভারত। ২০১৭ থেকে ২০২২-র মধ্যে অন্তত পাঁচ বার এই চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা চেয়েছে ভারত। কিন্তু তাতে রাজি হয়নি ইসলামাবাদ।

পাকিস্তানের আপত্তি কোথায়? ২০১৫-য় সিন্ধু নদীর উপর কিষেণগঙ্গা ও রাতেল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে (Kishenganga and Ratle Hydro Electric Projects) আপত্তি তোলে পাকিস্তান। এই দুই জলবিদ্যুৎ প্রকল্প চালু হলে তাঁদের ভাগের জল কমে যাবে বলে অভিযোগ করে ইসলামাবাদ। যদিও চুক্তি মেনেই নির্দিষ্ট পরিমাণ জল ব্যবহার করা হবে বলে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ব ব্যাঙ্কের কাছে আবেদন করে পাকিস্তান। কিন্তু এক বছরের মাথায় অর্থাৎ ২০১৬-য় সেই আবেদন আবার ফিরিয়েও নেয় ইসলামাবাদ। এর পর এই ইস্যুতে সালিশি আদালত বসানোর দাবি তোলে পাকিস্তান।

pakistan 3

নিজের কবর নিজেই খুঁড়েছে পাকিস্তান : ভারত নয়, বরং পাকিস্তানই সিন্ধু জল চুক্তি পুনর্বিবেচনা ও পরিবর্তনের দাবি জানিয়েছিল। ভারত তার সাপেক্ষে নোটিস পাঠায়। এরপরই বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেওয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রক জানায় সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তান যে পুনর্বিবেচনার দাবি জানায়, তার সাপেক্ষে ভারতও যথাযথ পদক্ষেপ করেছে।

উভয় সংকটে পাকিস্তান : ভারতের পাঠানো নোটিশে সাড়া দিলে সংশোধিত হবে সিন্ধু জল চুক্তি। আর নিশ্চিত ভাবে ৬৩ বছর আগের ভুল আর করবে না ভারত। সিন্ধু নদের ৮০ শতাংশ জল আর পাকিস্তানকে ছাড়বে না ভারত। সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক রাজনীতিও এখন ভারতের পক্ষে। তাই হাজার লাফালাফি করেও পাকিস্তান এখানে কিছুই করতে পারবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অপরদিকে পাকিস্তানকে ৯০ দিন সময় দিয়েছে ভারত। এই সময়ের মধ্যে পাকিস্তান ভারতের নোটিশের কোনও সাড়া না দিলে সিন্ধু জলচুক্তিকে বাতিল করবে নয়া দিল্লি। আর তারপর হয় পাকিস্তান জলে ডুবে যাবে, আর না হলে জলের অভাবে শুকিয়ে মরবে। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর