অন্য দেশের কাছে নিজেদের সম্পত্তি বেচবে ভিখারি পাকিস্তান, সেই টাকা দিয়ে চোকাবে ঋণ! অর্ডিন্যান্স পাশ

বাংলাহান্ট ডেস্ক : কিছু দিন আগেই সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেই নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আনা হয়। এবার নিজের রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি করে দেওয়ার কথা ভাবছে খোদ পাক সরকারই। ঘোরতর আর্থিক সংকট থেকে নিজেদের বাঁচানোর এছাড়া আর কোনও উপায় নেই বলেই জানাচ্ছে শাহবাজ শরিফ সরকার (Shahbaz Sharif Government)।

গভীর আর্থিক সংকটে পাকিস্তান (Pakistan)। এই সংকট থেকে বাঁচার জন্য অদ্ভুত এক পথ আবিষ্কার করলো পাকিস্তান। গতকাল শনিবার পাকিস্তানের মন্ত্রীসভা বিদেশে রাষ্ট্রের সম্পত্তি বিক্রি করার বিষয়ে একটি বিলের প্রস্তাব করেছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে আপৎকালীন পরিস্থিতিতে দেশের সম্পত্তি বিদেশে বিক্রির বিষয়ে সমস্ত হিসাব হয়ে গেছে বলেই জানিয়েছে পাকিস্তানের মন্ত্রীসভা। নতুন এই বিলের সাহাযেই পাকিস্তানের শিয়রে সংকট পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে পাকিস্তান।

কী কী জিনিস বিক্রি করবে পাকিস্তান? জানা যাচ্ছে, পাকিস্তানের সরকারি সংস্থার হাতে যে সমস্ত সম্পত্তি আছে, সমস্ত শেয়ার তারা বিক্রি করতে চাইছে বিদেশে। শুধু তাই নয়, এই বিষয়ে যাতে দেশে কোনও রকম বিরোধ না সৃষ্টি হয় তারও ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে পাক মন্ত্রীসভা। জানা যাচ্ছে, এই সিদ্ধান্ত তেল এবং গ্যসের কোম্পানির মালিকানা বিক্রি করার জন্য নেওয়া হয়েছে। পাকিস্তানের সরকারি বিদ্যুৎ কোম্পানির মালিকানা সংযুক্ত আরব আমিরাতকে ২.৫ আরব আমেরিকান ডলারে বিক্রি করার কথা ঘোষণা করেছে পাকিস্তান। যদিও এখনও পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আল্বি এই বিলে সই করেননি।

এছাড়া জানা যাচ্ছে, পাকিস্তানের টাকার মান ৮.৩ শতাংশ কমেছে গত এক সপ্তাহে। ১৯৯৮ সালের নভেম্বর মাসের পর এই প্রথম এতটা নিচে নামলো পাকিস্তানি টাকার মূল্য। এখন দেখার রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি করে ভারতের প্রতিবেশি এই রাষ্ট্র এই গভীর আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পায় কিনা।

Sudipto

সম্পর্কিত খবর