ধারের টাকায় মোচ্ছব! ঋণ পেতেই সবথেকে উঁচু পতাকা তোলার জন্য বিপুল খরচ করছে পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পাকিস্তান (Pakistan) চরম অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়েছে। এমনকি, যত দিন এগোচ্ছে ততই ভেঙে পড়েছে সেদেশের অর্থনীতি। যদিও, পাকিস্তানের কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে, তারা এই সঙ্কটের বিষয়ে এবং ভেঙে পড়া অর্থনীতির প্রতি উদাসীনই থেকে গেছে। ইতিমধ্যেই পাকিস্তান তাদের ৭৬ তম স্বাধীনতা দিবসে (১৪ আগস্ট) ৫০০ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য খরচ হবে প্রায় ৪০ কোটি পাকিস্তানি রুপি (PKR)।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি IMF (International Monetary Fund) পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের অনুমোদন করার কয়েকদিন পরই পাকিস্তানের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, জানা গিয়েছে দেশের ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থাকে সামাল দিতে নয় মাসের মধ্যে এই অর্থ মঞ্জুর করা হবে।

আগামী দু’বছরে পাঞ্জাব প্রদেশের প্রয়োজন ২,০০০ কোটি টাকা: উল্লেখ্য যে, আর্থিক সঙ্কটের সম্মুখীন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অবস্থাও অত্যন্ত খারাপ হয়ে রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, পাঞ্জাব প্রদেশের বৈদেশিক ঋণ (সুদ সহ) পরিশোধের জন্য আগামী দুই বছরে কমপক্ষে ২,০০০ কোটি টাকার প্রয়োজন।

এদিকে, এই আবহেই লাহোরের লিবার্টি চকে এই বিপুল অর্থ খরচ করে পতাকা উত্তোলনের ঘোষণা করা হয়েছে পাঞ্জাব প্রদেশের তরফে। শুধু তাই নয়, ছ’বছর আগে অর্থাৎ, ২০১৭ সালে পাকিস্তান আটারি-ওয়াঘা সীমান্তে দক্ষিণ এশিয়ার সবথেকে উঁচু ৪০০ ফুটের পতাকা উত্তোলন করেছিল।

সংযুক্ত আরব আমিরশাহীর কাছ থেকেও ঋণ পাচ্ছে পাকিস্তান: এর আগে গত ১২ জুলাই, পাকিস্তান তার নগদের পরিমাণ বাড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরশাহীর কাছ থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। যদিও, তার একদিন পরেই সৌদি আরব দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কে ২ বিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরিত করে।

Pakistan will spend 40 crore rupees to hoist the highest flag

গত বছরের বন্যায় পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়: মূলত, পাকিস্তান গত বছর ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। আর এই বিধ্বংসী বন্যার কারণেই ক্ষতিগ্রস্ত হয় সেদেশের অর্থনীতি। প্রায় ৩০ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয় পাকিস্তান। শুধু তাই নয়, এই প্রাকৃতিক বিপর্যয়ে ১,৭৩৯ জনের মৃত্যুও ঘটে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর