বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর ইস্যুতে নূপুর শর্মা (Nupur Sharma) বিতর্কে এবার নয়া মোড়। এতদিন পর্যন্ত ভারতের (India) বিভিন্ন প্রান্তে নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সামিল হয় মানুষ। একাধিক ক্ষেত্রে নূপুর শর্মাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় আর এবার প্রাক্তন বিজেপি (BJP) মুখপাত্রকে হত্যা করার জন্য আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে বসলো এক পাকিস্তানি (Pakistan) যুবক। ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, নূপুর শর্মাকে হত্যা করার জন্য সম্প্রতি ভারতে প্রবেশের চেষ্টা চালায় রিজওয়ান আশরাফ নামে এক পাকিস্তানি যুবক। পাকিস্তানের পাঞ্জাবের ভাউদ্দিন এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সি এই যুবককে অবশেষে পাকড়াও করে বিএসএফ।
এদিন হিন্দুমালকোট সেক্টরের নিকটবর্তী স্থানে বিএসএফের হাতে ধরা পড়ে পাকিস্তানি যুবক। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের সময় নূপুর শর্মাকে হত্যার ব্যাপারে মত প্রকাশ করে অভিযুক্ত। ইতিমধ্যেই এই ঘটনায় নড়েচড়ে বসেছে সকলে। প্রশাসনের মতে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে।
অভিযুক্ত যুবক জানিয়েছে যে, সম্প্রতি নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানে বাহাউদ্দিন জেলায় মুল্লা এবং ওলেমাওদের একটি সভা আয়োজিত হয়। এরপরেই নূপুর শর্মাকে হত্যার ব্যাপারে মনস্থির করে সে। সূত্রের খবর, পরবর্তীতে গুগল ম্যাপের সাহায্য নিয়ে লাহোর হয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে আশরাফ।
তবে পরবর্তীতে বিএসএফের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। এক্ষেত্রে আজমের দরগায় পৌঁছে নূপুর শর্মাকে হত্যা করা ছিল তার উদ্দেশ্য। ইতিমধ্যেই আশরাফকে জিজ্ঞাসাবাদ করা হয়ে চলেছে। এক্ষেত্রে আরো বেশ কয়েকটি নতুন তথ্য প্রশাসনের হাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।