বাংলাহান্ট ডেস্ক : ভারত ও নরেন্দ্র মোদির প্রশংসা করার ‘অপরাধে’ ফাঁসি দেওয়া হয়েছে পাকিস্তানের (Pakistan) দুই ইউটিউবারকে। সমাজ মাধ্যমে গত কয়েক দিন ধরে এমন খবরই ভাইরাল হচ্ছে আগুনের বেগে। সূত্রের খবর, সানা আমজ়াদ এবং শোয়েব চৌধরি নামের দুই পাকিস্তানি ইউটিউবার ভারত ও নরেন্দ্র মোদির প্রশংসা করে ভিডিও আপলোড করেছিলেন ইউটিউবে।
পাকিস্তানের (Pakistan) ইউটিউবারের অন্তর্ধান নিয়ে বাড়ছে রহস্য
এই কর্মকাণ্ডের জন্য দুই ইউটিউবারকে ফাঁসি দেওয়া হয়েছে বলে খবর ছড়াচ্ছে সমাজ মাধ্যমে। এমনকি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, শুধু সানা আমজ়াদ এবং শোয়েব চৌধরি নন, পাকিস্তানের (Pakistan) সাথে তুলনা করে ভারতের (India) প্রশংসা করায় পাকিস্তানি সেনা ফাঁসিতে চড়িয়েছে ১২ জন ইউটিউবারকে।
সানা ও শোয়েবের ইউটিউব চ্যানেল (YouTube Channel) নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেই শুরু হয় অন্তর্ধান রহস্য। রাস্তায় বিভিন্ন বিষয় নিয়ে আগন্তুকদের ইন্টারভিউ নেওয়ার জন্য সমাজ মাধ্যমে বেশ পরিচিত ছিলেন সানা ও শোয়েব। এমনকি ভারতেও বেশ জনপ্রিয়তা ছিল এই দুই পাকিস্তানি ইউটিউবারের।
আরোও পড়ুন : বদলে গেল সব হিসেব, ‘চিরসখা’কে জায়গা দিতে এই সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার!
‘মোদী সাড্ডা শের হ্যায় (মোদী এক জন সিংহ)’ নামক একটি ভিডিওতে নরেন্দ্র মোদির প্রশংসা করতে শোনা যায় সানাকে। এমনকি কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তি নিয়েও সানা প্রশংসা করেন ভারত সরকারের। যদিও এই ভিডিওগুলি নিয়ে পাকিস্তানে শুরু হয় বিস্তর জলঘোলা। পরবর্তীকালে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয় ভিডিও।
আরোও পড়ুন : আজকের রাশিফল ২২ জানুয়ারি, ব্যবসায় বাজিমাত এই চার রাশির
অনেক পাক নাগরিক অভিযোগ করেন, সানা ও শোয়েব লাইক এবং কমেন্টের জন্য ইচ্ছা করে পাকিস্তানকে (Pakistan) ছোট করে দেখাচ্ছেন। তবে গত ১৯ দিন ধরে ভিডিও না দেওয়ায় সানা ও শোয়েবকে নিয়ে চিন্তিত অনুরাগীরা। তার উপর সমাজ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সানা ও শোয়েবের ফাঁসির বিষয়টি।
যদিও পাক সাংবাদিক আরজু কাজ়মি দুই ইউটিউবারের ফাঁসির খবর নাকচ করে দিয়েছেন। আরজু এক্স হ্যান্ডেলে সম্পূর্ণ ঘটনাকে ভুয়ো বলে উল্লেখ করেন। পাক সাংবাদিকের দাবি, দুই ইউটিউবারের বিরুদ্ধে পাকিস্তান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ফাঁসির যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।