কৃষি বিলের প্রতিবাদী আন্দোলনে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান? অভিযোগ বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ কৃষি বিল নিয়ে আবারও সরগম হয়ে উঠেছে বিক্ষুব্ধ আন্দোলন। শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষুব্ধ কৃষকরা দিল্লী চলো অভিযানের ডাক দিয়েছিলেন। জাগরণে প্রকাশিত খবর অনুযায়ী,  সেখানে বিরোধ প্রদর্শনের এক ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে স্যোশাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন যুবক পাকিস্তান জিন্দবাদ শ্লোগান দিচ্ছে এবং ঠিক তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন পাঞ্জাবের লোক ইনসাফ পার্টির বিধায়ক সিমনজিৎ সিং বাইনস (Simarjit Singh Bains)। এই ঘটনাতেই আরও শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।

   

bains 759

এই ঘটনায় বিজেপি কটাক্ষ করে বলেছে, এই ঘটনা থেকেই জনগণের আরও বেশি করে শিক্ষা নেওয়া উচিত। মানুষের সবকিছু বোঝা উচিত। আবার, হরিয়ানার (haryana) বিজেপি সভাপতি ওমপ্রকাশ ধনকর এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলেও বর্ণনা করেছেন।

বলা হচ্ছে, এই ভিডিওটি সম্ভবত সমলখা এবং সোনিপটের মধ্যবর্তী কোন একটি গ্রামের। তবে এই বিষয়ে পাঞ্জাবের লোক ইনসাফ পার্টির বিধায়ক সিমনজিৎ সিং বাইনসের সঙ্গে কথা বলার চেষ্টা করেও, তাঁর সঙ্গে কথা বলা যায়নি। ফোনের ওপ্রান্ত থেকে তাঁর পিএ মণিন্দর সিং মণি এই পাকিস্তান জিন্দবাদের বিষয় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কৃষি বিলের প্রতিবাদের আন্দোলন করতে করতে তারা যখন সোনিপট এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন কোন এক জনৈক ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে, শুক্রবার রাতে বিজেপির রাজ্য সভাপতি ও কিষাণ মোর্চার প্রাক্তন জাতীয় সভাপতি ওম প্রকাশ ধনকর জানিয়েছেন, ‘কিছু সুবিধা ভোগী মানুষ কৃষক আন্দোলনকে ঢাল বানিয়ে নিজেদের সুবিধার্থে এই কৃষকদের ব্যবহার করছেন। তারা না কৃষকদের সঙ্গে রয়েছেন, না দেশের স্বার্থে কাজ করছেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর