‘মরতে বসেছেন তো…’, পাকিস্তান ইস্যুতে সরব জাভেদ আখতার, ‘ছ্যাঁত’ করে উঠে শাপশাপান্ত শুরু পাক নায়িকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাও হামলার পর থেকেই উত্তেজনা বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ২৬ টি মৃত্যুর পর হাত গুটিয়ে বসে থাকতে নারাজ দেশের মানুষ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সম্প্রতি বলেছেন, দেশবাসী যেমনটা চাইছেন তেমনি হবে। এই আবহেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে আর্জি জানিয়েছিলেন জাভেদ আখতার (Javed Akhtar)। আর তাতেই বর্ষীয়ান গীতিকারের উপরে ক্ষেপে উঠলেন পাকিস্তানি অভিনেত্রী।

জাভেদকে (Javed Akhtar) তোপ দাগলেন পাকিস্তানি অভিনেত্রী

রিপোর্টে প্রকাশ, বিদেশ সফর থেকে জাভেদ আখতারের (Javed Akhtar) বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারি। বর্ষীয়ান গীতিকারের উপরে তোপ দেগে তিনি বলেন, এসব বিষয়ে কথা বলা উচিত নয় তাঁর। দু ঘন্টা পরেই মরতে বসেছেন, এখন একটু লজ্জা শরম করা উচিত। এই ভাষাতেই তীব্র কটাক্ষ শানিয়েছেন পাকিস্তানি নায়িকা।

Pakistani actress slammed javed akhtar

কী বলেছেন বুশরা: জাভেদের (Javed Akhtar) নাম না নিয়েই বুশরা বলেন, “আমাদের তথাকথিত লেখক, তাঁর তো শুধু একটা ছুতোই দরকার ছিল। তাঁর তো বম্বে তো বাড়িভাড়াও জুটত না। নিজেকে টিকিয়ে রাখতে সবকিছুই করতে পারেন। না জানি কী কী বলে চলেছেন আপনি! একটু লজ্জা শরম করুন। মরতে তো আর দু ঘন্টাও বাকি নেই, তার মধ্যে এসব ভুলভাল বলে চলেছেন আপনি।

আরো পড়ুন : কিং খানেই মাত নেটপাড়া, বেবিবাম্প দেখিয়ে নীল কার্পেটে হেঁটে রেকর্ড কিয়ারার!

উসকানি দেওয়া হচ্ছে ভারতীয়দের: নাসিরউদ্দিন শাহের সঙ্গে তুলনা টেনে বুশরা আরো বলেন, এত কীসের ভয়, লোভ? নাসিরউদ্দিন শাহও তো চুপ করে রয়েছেন। আরো অনেকেই তো চুপ করে রয়েছেন। যার মনে যা আছে সেটা মনেই রাখুন। শুধু তাই নয়, পাকিস্তানি অভিনেত্রীর কথায়, ভারতীয়রা খারাপ নয়, কিন্তু তাদের ‘উসকানি’ দেওয়া হচ্ছে। কিন্তু কী এমন বলেছেন জাভেদ (Javed Akhtar) যে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন বুশরা?

আরো পড়ুন : দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি, গুরুতর চোট পেয়ে ICU-তে পবনদীপ! চর্চিত প্রেমিকা অরুণিতা লিখলেন…

আসলে সম্প্রতি এক সাক্ষাৎকারে পহেলগাঁও হামলার বিষয়ে জাভেদ আখতার বলেন, এমন তো প্রথম হল না। এর আগেও এমন হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আর্জি জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নিতে। তাঁর কথায়, সীমান্তে বোমা ফাটিয়ে কোনো লাভ হবে না। এমন কিছু করতে হবে যাতে পাকিস্তানের সেনাপ্রধান পাগল হয়ে যান।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X