বড় খবরঃ জম্মু কাশ্মীর থেকে এক পাকিস্তানি এজেন্টকে গ্রেফতার করে বড়সড় সফলতা পেল সেনা

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীর (Jammu Kashmir) পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (Pakistani Agent) হয়ে কাজ করার অভিযোগে এক ব্যাক্তিকে জম্মুর নরবাল সবজি মণ্ডি থেকে গ্রেফতার করেছে। জেরায় জানা গেছে যে, ওই ব্যাক্তির নাম পঞ্জক শর্মা (Pankaj Sharma)।

ওই ব্যাক্তি জম্মু, সাম্বা আর কাঠুয়াতে সেনার লোকেশন, তাঁদের মুভমেন্ট আর অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে পাঠাত। পুলিশ তাঁর দুটি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে। সুত্র অনুযায়ী, পঙ্কজ শর্মা নরবাল সবজি মন্দির একটি আড়তে কাজ করে। পঙ্কজ কাশ্মীরের সাম্বা জেলার বাসিন্দা।

জেরায় পঙ্কজ স্বীকার করেছে যে, সে অনেক বছর ধরেই পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য সে পাকিস্তানে পাচার করেছে। সে হাইওয়ে আর ব্রিজের তথ্য পাকিস্তানে পাঠায়। আর এই কাজের জন্য সে টাকাও পায়। পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ বুধবার আরেকজন পাক চরের উদ্দেশ্যে তল্লাশি চালায়। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁকে ধরা যায় নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর