বাংলাহান্ট ডেস্ক: ৭৫ বছর পার। ১৯৪৭ এর ১৫ অগাস্ট এক নতুন সূর্যোদয় দেখেছিল ভারত (India)। দীর্ঘ ২০০ বছরের পরাধীনতার শিকল ভেঙে গুঁড়িয়ে দিয়ে জন্ম নিয়েছিল এক স্বাধীন দেশ। আজ ভারত যখন ৭৫ বছরের স্বাধীনতার মহোৎসব করছে, তখন সীমান্তের ওপার থেকে ভেসে এল বার্তা। না, সে যুদ্ধের বার্তা নয়। বরং শান্তির বার্তা, ঐক্যের বার্তা।
পাকিস্তানের (Pakistan) মাটিতে বসে ভারতের জাতীয় সঙ্গীতের সুর তুললেন শিল্পী সিয়াল খান (Siyal Khan)। না, এ কোনো ছবির চিত্রনাট্য নয়। ভারতের স্বাধীনতার ৭৫ বছরের উদযাপনে সুরই মিলিয়ে মিশিয়ে দিয়েছে দুই প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকে। সঙ্গীতে সেতু বাঁধা হয়। সুরই মিলিয়ে দিতে পারে সবকিছু। তারই প্রমাণ পাওয়া গেল এদিন।
পাকিস্তানের রবাব শিল্পী সিয়াল খানও যোগ দিলেন ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনে। চোখ জুড়ানো নীল পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে সবুজ ঘাসের গালিচা মোড়া উপত্যকায় বসে রবাবে সুর তুলেছেন সিয়াল। মনোরম পরিবেশে ‘জন গণ মন’র সুর গায়ে কাঁটা ধরাতে বাধ্য। আর যখন এটা মনে পড়বে, সুর ভেসে আসছে পাক মাটি থেকে তখন বিস্ময়ও জাগবে মনে।
রবাবের মুগ্ধকর সুরে দুই প্রতিবেশী রাষ্ট্রকে মিলিয়েছেন সিয়াল। ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘সীমান্তের ওপারের দর্শকদের জন্য একটা উপহার।’ সঙ্গে পাশাপাশি রেখেছেন ভারত এবং পাকিস্তানের জাতীয় পতাকা। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন পাকিস্তানের স্বাধীনতা দিবস। এদিনই ভিডিওটি শেয়ার করেছেন সিয়াল।
পাক শিল্পীর উপহারের কদর করেছে ভারতবাসীও। একজন লিখেছেন, ‘কী সুন্দর! এমন সুন্দর মনোভাব প্রশংসনীয়। ধন্যবাদ এবং আপনাকেও জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ আরেকজন লিখেছেন, ‘সঙ্গীতের কোনো ভাষা নেই, ধর্ম নেই। সঙ্গীত হৃদয় ছুঁয়ে মানুষকে জুড়ে দেয়। শ্রদ্ধা এবং প্রার্থনা আপনার জন্য।’ আরেকজন লিখেছেন, পাকিস্তানের নেতা এবং ইন্টেলিজেন্স এজেন্সিও যাতে দেশের মানুষের কথা শোনে সেই ইচ্ছাই প্রকাশ করি, যারা সত্যিই বন্ধুত্বের হাত বাড়াচ্ছে।
https://twitter.com/siyaltunes/status/1558836396160425984?t=0CI06no7lC9YLBMQ8hgX5Q&s=19
ভারতীয় সঙ্গীতের ভক্ত বিশ্বের অনেক দেশই। পাক শিল্পী সিয়াল খানও বলিউডি গানেয সুর তোলেন রবাবে। নতুন পুরনো একাধিক হিন্দি গান বাজাতে দেখা গিয়েছে তাঁকে। তবে ভারতীয় শ্রোতাদের প্রতি এই উপহার প্রশংসা পেয়েছে সকলের।