“ভারতের পাশাপাশি পাকিস্তানের জন্যও ভালো প্রধানমন্ত্রী মোদী”, প্রশংসায় পঞ্চমুখ পাক ব্যবসায়ী

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) NDA (National Democratic Alliance) সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তৃতীয়বারের মতো দেশের (India) প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি আগামী ৯ জুন অর্থাৎ রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন। পাশাপাশি, অন্যান্য মন্ত্রীরাও শপথ নেবেন সেখানে। এদিকে, নরেন্দ্র মোদী আবারও ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অত্যন্ত খুশি একজন পাকিস্তানি আমেরিকান ব্যবসায়ী। শুধু তাই নয়, সম্প্রতি এক বিবৃতিতে তিনি ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সম্পর্কে সবাই অবগত থাকেন। কিন্তু, এবার একজন পাকিস্তানি-আমেরিকান ব্যবসায়ী জানিয়েছেন যে, নরেন্দ্র মোদীর আবার প্রধানমন্ত্রী হওয়া শুধু ভারতে নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলে স্থিতিশীলতার গ্যারান্টি হিসেবে বিবেচিত হবে। ব্যবসায়ী সাজিদ তারার মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন এবং ভারতের স্থিতিশীলতা বজায় রাখতে ও সম্ভাব্য অস্থিতিশীলতা প্রতিরোধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন।

Pakistani businessman praised Narendra Modi.

পাকিস্তান ও ভারতের মধ্যে সুসম্পর্ক আশা করছেন: বিজনেস টুডে-র মতে, তারার জানিয়েছেন যে ভারতের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য মোদীর নেতৃত্ব প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা রোধে এবং দেশের সংবিধান রক্ষায় তিনি একজন বলিষ্ঠ নেতা। তিনি আরও জানান যে, মোদীর নেতৃত্ব ভারতের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের সম্ভাবনার গ্যারান্টি। তারার এটাও জানিয়েছেন যে পাকিস্তানের জনগণ দুই দেশের সম্পর্কের উন্নতি আশা করছে।

আরও পড়ুন: মালব্যের জন্য সুন্দরী সরবরাহের ভুয়ো অভিযোগ! অমিতের পাল্টা তীরে বিপাকে শান্তনু সিনহা

মোদী পাকিস্তানের জন্যও ভালো: তারার মোদীর তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছ থেকে অভিনন্দন বার্তা না পেয়ে হতাশা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে শরীফ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। মোদীর বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করে তারার বলেন, মোদী শুধু ভারতের জন্যই নয়। বরং, পাকিস্তানের জন্যও উপকারী। তিনি মোদীর অব্যাহত নেতৃত্বে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং ভালো সম্পর্কের সম্ভাবনা ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: একলাফে ৩ গুণ সস্তা হচ্ছে টিকিট! ১ জুলাই থেকেই ভাড়া কমছে ৫৬৩ লোকাল ট্রেনের

পাকিস্তান যেন চিনের প্রতিনিধি না হয়: প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে পাকিস্তান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক সঙ্কট সহ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। তারার বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইলে পাকিস্তানের চিনের প্রতিনিধি হওয়া থেকে দূরে থাকতে হবে। তিনি নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার করতে এবং অভ্যন্তরীণ সমস্যাগুলি কার্যকরভাবে সমাধান করতে পাকিস্তানে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়াও, তারার ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা সমাধান এবং বাণিজ্য বাড়াতে বলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর