বাংলা হান্ট ডেস্ক: খেলা আবেগ! সে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হোক কিংবা ভারত-পাকিস্তান। সব পক্ষের সমর্থকই চান তাঁর নিজের দল জিতুক। কিন্তু তা তো হয় না। বিশ্বকাপের ১২ নম্বর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারত। গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লক্ষেরও বেশি ভক্ত সেই জয়ের সাধ নিয়েছে। কিন্তু অপর দিকে মন ভেঙেছে পাকিস্তানের।
পাকিস্তানের এক ভক্ত শিকাগো চাচা পাকিস্তানের এই হার মেনে নিতে পারেননি। ম্যাচের মাঝপথেই তাঁকে নিয়ে যেতে হল হাসপাতালে। বশির চাচা ওরফে শিকাগো চাচা ম্যাচ চলাকালীন অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপরই অ্যান্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার কারণে অর্থাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে তিনি অসুস্থ বোধ করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানা গিয়েছে।
বিশ্বকাপ শুরুর পরেই ভারতে এসেছেন শিকাগো চাচা। বিশেষ পোশাক পরে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। বর্তমানে শিকাগো চাচা শিকাগোতে থাকেন, কিন্তু পাকিস্তানকে সমর্থন করেন। প্রায় প্রতিটি স্টেডিয়ামে পাকিস্তানের ক্রিকেট দলকে সমর্থন করার জন্য তিনি উপস্থিত হন।
সংবাদ মাধ্যমে শিকাগো চাচা বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটিকে আইসিসি কোনও বড় ইভেন্ট বলে মনে হয়নি। এই বিষয়গুলি ম্যাচের ফলাফলকে প্রভাবিত করে। কিন্তু আমি পরাজয়ের কোনও অজুহাত দিচ্ছি না।’
উল্লেখ্য, শনিবার ভারত-পাক ম্যাচ চলাকালীন ভয়াবহ গরমের জেরে স্টেডিয়ামে প্রায় ৫০০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে প্রায় ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।