ইসলাম কবুল করার পরেই এত ভালো খেলতে পেরেছি, স্বীকারোক্তি এই বিশ্ব বিখ্যাত ক্রিকেটারের

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ (Mohammad Yousuf) ২০০৬ সালে নিজের জীবনের সবথেকে ভালো প্রদর্শন করেছিলেন। কিন্তু তিনি এর শ্রেয় নিজের দক্ষতার থেকে বেশি ধর্মকে দিয়েছেন। বলে দিই, মহম্মদ ইউসুফ যিনি আগে ইউসুফ ইউহানা (Yousuf Youhana) নামে পরিচিত ছিলেন। তিনি ২০০৫ সালে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম কবুল করেন।

১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন ইউসুফ ইউহানা। ২০০৪ সালে পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক হন তিনি। সেই সময় তিনি পাক ক্রিকেট টিমের অধিনায়ক হওয়া প্রথম অমুসলিম খেলোয়াড় ছিলেন। ইউসুফ জানান, তিনি মাঝে মধ্যেই তাবলীগ জামাতের অনুষ্ঠানে যেতেন। এরপরই তিনি ধর্ম বদলানোর মতো বড় সিদ্ধান্ত নেন।

মহম্মদ ইউসুফ ব্যাট হাতে অনেক বড়বড় রেকর্ড করেছেন। ওনার মতে ওনার এই অনবদ্য ইনিংসগুলি ওনার ধর্ম পরিবর্তনের কারণেই সম্ভব হয়েছে। যদিও, ইউসুফের করা একটি রেকর্ড এই বছর ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট ভেঙে দিতে পারেন। রুট বৃহস্পতিবার বর্তমান ক্যালেন্ডার বছরে ১ হাজার ৫১৯ রান করেছেন। রুট পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ ইউসুফের এক বছরে ১ হাজার ৭৮৮ রানের রেকর্ড ভাঙার দোরগোড়ায়।

yousuf

ইউসুফ ইউহানা ইসলাম কবুলের পরই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১৭৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। এরপর তিনি ২০০৬-র ইংল্যান্ড সফরেরও ব্যাপক প্রদর্শন করেছিলেন। সেই সময় তিনি এক বছরে সবথেকে বেশি রান করা ভিভিয়ান রিচার্ডসের ১৭১০ রানের রেকর্ড ভেঙে ১,৭৮৮ রান করেছিলেন।

মহম্মদ ইউসুফ পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট ম্যাচে ৫২.২৯ এর গড়ে ৭ হাজার ৫৩০ রান করেছিলেন। যার মধ্যে ২৪টি শতরান আর ৩৩টি অর্ধ শতরান ছিল। ২৮৮টি একদিবসিয় ম্যাচে তিনি ৯ হাজার ৭২০ রান করেছিলেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর