পাকিস্তানি ক্রিকেটারের করুন অবস্থা। ইতিমধ্যেই একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানী ক্রিকেটার ফজল শেখ পিক অফ ভ্যান চালাচ্ছেন জীবনধারনের জন্য। এই ফজল শেখ পাকিস্তানের প্রথম সারির ক্রিকেটার।
এই ফজল শেখ পাকিস্তানের অনুর্দ্ধ 19 ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এমন কি এনার খেলা দেখে পাকিস্তানের টেষ্ট দলেও এনার সুযোগ পাওয়ার কথা চলছিল। কিন্তু এরই মধ্যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাকে ছাটায়ের সিদ্ধান্ত নেয়। এর ফলে অর্থ উপার্জন কষ্টের হয়ে দাঁড়ায় তার কাছে।
কিছুদিন আগেও তিনি পাকিস্তানী ক্রিকেট বোর্ডের কাছে এক লক্ষ্য পাকিস্তানি টাকা উপার্জন করতেন। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নুতন সিদ্ধান্তের জেরে 35 হাজার পাকিস্তানী টাকা উপার্জনও তার কাছে কষ্টের হয়ে দাঁড়িয়েছে।
এই ব্যাপারে ফজলকে জিজ্ঞাসা করা হলে উনি জানান এই কাজটা পেয়েছি বলেই আজ আমি আমার বাচ্চাদের জন্য কিছু করতে পারছি। এই কাজটা না পেলে আমার কি হত কেউ জানে না। আর এই খবর জানার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ক্ষোভ উগরে দেয় ক্রিকেট অনুরাগীরা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার