ইমরান খানের সাথে সৌরভ গাঙ্গুলীর হঠাৎ তুলনা করে বসলেন এই পাকিস্তানি এক্সপ্রেস

 

বাংলা হান্ট ডেস্ক : ক্রিকেটের ইতিহাসে ঘটে না এমন কিছু নেই। শেষ বলে ছয় রান ক্রিকেটের ইতিহাসে বিরল ঘটনা নয়। তবে 22 গজে অনেক কিছুরই সাক্ষী রয়েছে তা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী ছাড়া অনেকেরই অজানা। ক্রিকেটের ইতিহাসে রাজনীতির জটিলতম সমীকরণ যেমন তিনি দেখেছেন, তেমনি দেখেছেন ক্রিকেটের মক্কা কিভাবে গরের মাঠে পরিণত হয়ে যায়। মুহূর্তের মধ্যে।

IMG 20191016 194730

ইমরান খান, তিনি পাকিস্তানি প্রতিনিধিত্ব করেছেন বিশ্বকাপে। দিয়েছেন তিনি আজ বিশ্বের দরবারে অচ্ছুত মাত্র। এবার অন্যতম জোরে বোলার শোয়েব আখতার জানিয়ে দিলেন তার মতামত। গাঙ্গুলির নেতৃত্বের ধরনকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের সঙ্গে তুলনা করেছেন শোয়েব। পাকিস্তানের এক সময়ের বলের ত্রাস বলেন, ‘তাঁর এবং ইমরান খানের মধ্যে একটা কমন বিষয় ছিল, তারা দুজনই নতুন প্রতিভাদের ওপর আস্থা রাখতেন। দ্বিতীয়ত ভারতের পক্ষে কারা খেলতে পারে, সেটা বোঝার চোখ ছিল সৌরভ গাঙ্গুলী গাঙ্গুলির। এই কাজটাই ইমরান খান করতেন, সেই প্রতিভাদেরই খুঁজে বের করেছিলেন যারা পাকিস্তানকে ম্যাচ জেতাতে পারবে।’শোয়েব বলেন, ‘যে ব্যক্তি ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন, তিনি সৌরভ গাঙ্গুলি। ৯৭-৯৮ এর আগে ভারত কখনও বিশ্বাস করতো না পাকিস্তানকে তারা হারাতে পারে। আমি মনে করি না, সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার আগে পাকিস্তানকে হারানোর মতো কিছু জানা ছিল ভারতের। সৌরভ ভারতীয় ক্রিকেটের মানসিকতাই বদলে দিয়েছেন।’


সম্পর্কিত খবর