পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল তালিবান, পাক ঝাণ্ডা উপড়ে ফেলে দিল হুমকি! ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ তালিবানের নয়া কীর্তিকলাপের ভিডিও ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media)। একদিকে পাকিস্তান (Pakistan) তালিবানের তরফদারি করে চলেছে। অন্যদিকে তালিবান সরকার তাঁদের বয়ানের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছে যে, তাঁদের উপর কারও কোনও প্রভাব কাজ করবে না।

সম্প্রতি তালিবান শাসিত আফগানিস্তানে (Afghanistan) ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছানো ট্রাকে লাগানো পাকিস্তানি ঝাণ্ডা (Pakistan Flag) তুলে ফেলে দেয় তালিবানরা। এমনকি তাঁরা পাকিস্তানের বিরোধিতা করার পাশাপাশি তাঁদের হুমকিও দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, তালিবানরা যখনই ট্রাকে পাকিস্তানের ঝাণ্ডা দেখে, তখনই তাঁরা ক্ষোভে ফেটে পড়ে। তাঁরা আপত্তি জাহির করে বলে যে, পাকিস্তানের ঝাণ্ডা কেন লাগানো হয়েছে? এরপর তাঁরা ক্যামেরার সামনেই সেই ঝাণ্ডাটিকে উপড়ে ফেলে দেয়। এরপর তালিবানরা ট্রাক চালককেও হুমকি দেয়।

একদিন আগেই তালিবানরা পাকিস্তানকে নিয়ে বড় বয়ানও দিয়েছিল। তালিবানরা বলেছিল, পাকিস্তান বা অন্য কোনও দেশের এটা দাবি করার কোনও অধিকার নেই যে, আফগানিস্তানে কেমন সরকার হবে।

উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিবেশী দেশ আফগানিস্তানে সমাবেশি সরকার গঠনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তালিবান ইমরান খানের এই পরামর্শ মানতে নারাজ। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের জানিয়েছে, আমাদের নিয়ে পাকিস্তান বা অন্য কোনও দেশের বলার কোনও অধিকার নেই।


Koushik Dutta

সম্পর্কিত খবর