বাংলাহান্ট ডেস্ক : একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! কার্যত এমনি পরিস্থিতি হয়েছে বর্তমানে। বিগত বেশ কিছুদিন ধরেই চলছে বাংলাদেশের লম্ফঝম্প। নিজেদের দেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের পর ভারত (India) বিরোধী স্লোগান দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ দাবি করছেন, কলকাতা দখল করে নেওয়ার! এবার সরাসরি তাঁদের সমর্থন যুগিয়ে বার্তা এল পাকিস্তান থেকে। এমনকি বাংলাদেশকে পরমাণু শক্তি দিয়ে সাহায্য করারও বার্তা দিলেন পাক নেতা।
ভারতের (India) বিরুদ্ধে বাংলাদেশকে বার্তা পাকিস্তানের
স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস বেমালুম ভুলে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই ভারতের (India) সঙ্গে সম্পর্ক চুকিয়ে পাকিস্তান, চিন থেকে প্রয়োজনীয় সামগ্রী, অস্ত্র সাহায্য নেওয়া শুরু করেছে বাংলাদেশ। এবার সরাসরিই বার্তা এল পাক মুলুক। সে দেশের এক নেতা পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিলেন বাংলাদেশকে।
কী বার্তা দিলেন পাক নেতা: ওই পাক নেতা বলেন, ‘আজ আমরা আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি। এই পাকিস্তান তোমাদের। এই পাকিস্তানের যে পরমাণু বোমা রয়েছে সেটাও তোমাদের। কেউ চোখ তুলে দেখলে উপড়ে নেওয়া হবে। হাত তুললে ভেঙে দেওয়া হবে’। শুধু তাই নয়, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানও দেন তিনি।
আরো পড়ুন : ট্রাম্পের প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের ছড়াছড়ি! মার্কিন মানবাধিকার কমিশনের শীর্ষপদ পেলেন হরমিত
কী বলছেন ভারতীয় (India) সেনা আধিকারিকরা: যদিও বিষয়টাকে আমল দিতে নারাজ ভারতীয় সেনা আধিকারিকরা। তাঁদের একাংশের মতে, বর্তমানে এমনি আচরণ আশা করা যায়। এ বিষয়ে অবসরপ্রাপ্ত ভারতীয় (India) সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী বলেন, পাকিস্তানের যেকোনো ‘ব়্যানডম’ নেতাই এই মুহূর্তে উসকানি দেবে। যে বলছে তার কি এক্তিয়ার আছে পরমাণু শক্তি দেওয়ার?
আরো পড়ুন : খোদ রাজ্যেই হিন্দু দেবদেবীর ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি পরিবেশন? ভাইরাল ভিডিও, তারপরে যা হল….
তিনি আরো বলেন, যে বলছে সে হাতে একটা মাইক পেয়েছে, কিছু সমর্থক পেয়েছে, তাদের উসকানি দিচ্ছে। নিউক্লিয়ার কি অতই সোজা নাকি! উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করতে ঢাকায় গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।